মিনি মোগলাই পরোটা(mini moghlai porota recipe in Bengali)

Rupkatha Sen
Rupkatha Sen @cook_17319600

মিনি মোগলাই পরোটা(mini moghlai porota recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ জন
  1. ২ কাপময়দা
  2. ২ টি ডিম
  3. ২টেবিল চামচ পেঁয়াজ কুচি
  4. ১ টেবিল চামচকাঁচালঙ্কা কুচি
  5. ১ চা চামচ আদা কুচি
  6. ১ টেবিল চামচ ভাজা বাদাম
  7. ২টেবিল চামচ লেড়ো বিস্কুট এর গুঁড়ো
  8. স্বাদ অনুযায়ীলবণ
  9. ১ চিমটিচিনি
  10. প্রয়োজন অনুযায়ী ভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সামান্যলবণ,, চিনি ও সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে ময়ান দিয়ে মেখে নিয়ে একটি ভিজে কাপড় চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ।

  2. 2

    এবার চাটুতে তেল দিতে হবে। অন্যদিকে একটি পাত্রে ডিম, পেঁয়াজ কুচি,লঙ্কা কুচি, আদা কোরা,ও লেড়োবিস্কুটের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  3. 3

    এবার ময়দা থেকে বড় বড় করে লেচি কেটে ভালো করে বেলে নিতে হবে।এইবার ঐ বেলার ওপর ডিমের মিশ্রণ ও বাদাম দিতে হবে। দিয়ে চারকোনা ভাঁজ করে দিতে হবে এবং অল্প আঁচে ভালো করে ভেজে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে মিনি মোগলাই পরোটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupkatha Sen
Rupkatha Sen @cook_17319600

মন্তব্যগুলি (6)

Similar Recipes