চিকেন ৬৫ (chicken 65 recipe in Bengali)

Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

#GA4
#week15
এবারের ধাঁধা দিয়ে আমি নিয়েছি চিকেন। চিকেন ৬৫ দক্ষিন ভারতের খুবই জনপ্রিয় ডিশ।

চিকেন ৬৫ (chicken 65 recipe in Bengali)

#GA4
#week15
এবারের ধাঁধা দিয়ে আমি নিয়েছি চিকেন। চিকেন ৬৫ দক্ষিন ভারতের খুবই জনপ্রিয় ডিশ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জন
  1. ৫০০ গ্রামচিকেন বোনলেস
  2. ১ টেবিল চামচআদারসুন বাটা
  3. ১ চা চামচলঙ্কা গুঁড়ো
  4. ২ টেবিল চামচকর্নফ্লাওয়ার
  5. স্বাদ মতনুন
  6. ১ চা চামচধনে গুঁড়ো
  7. ২ চা চামচভিনিগার বা লেবুর রস
  8. প্রয়োজন অনুযায়ীসাদা তেল ভাজার জন্য
  9. ১ টা ডিম
  10. ১ চা চামচগোলমরিচ গুঁড়ো
  11. ১০ টাকারি পাতা
  12. পরিমাণ মতোআদা রসুন কুচি
  13. ১ টেবিল চামচচিলি সস
  14. ১ টেবিল চামচটমেটো সস
  15. স্বাদ মতনুন
  16. ১ চা চামচজিরা গুঁড়ো
  17. প্রয়োজন অনুযায়ীটক দই
  18. ২চিমটিলাল খাবার রং
  19. ২ টোকাঁচা লঙ্কা
  20. ১ চা চামচগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে চিকেনে সব মসলা,আদারসুন বাটা ডিম,কনফ্লাওয়ার, ভিনিগার বা লেবুর রস, নুন,মিশিয়ে ৩০ মিনিট রেখে দিন।
    ৩০ মিনিট পর তেল গরম করে চিকেন গুলো ভেজে নিন।

  2. 2

    অন্য প্যানে তেল নিন ওতে কারিপাতা দিন।
    তারপর আদারসুন কুচি,কাচা লংকা কুচি দিন।ভালো করে মিশিয়ে চিলি সস,টমেটো সস,নুন,লংকা গুড়ো,জিরা গুড়ো, দিয়ে মিক্স করুন।

  3. 3

    তারপর অল্প টক দই দিয়ে নাড়ুন। ভাজা চিকেন দিয়ে ভালো করে মিক্স করুন।
    অল্প রঙ দিন।তারপর গরম মসলা গুড়ো, লেবুর রস দিন।ভালো করে মিশিয়ে নিন।অল্প ধনেপাতা কুচি দিন।

  4. 4

    তৈরি চিকেন ৬৫.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

Similar Recipes