চিকেন 65

Khusi Sinha
Khusi Sinha @cook_24978196

#jemonkhusirado2
#Rina
এটি একটি সাউথ ইন্ডিয়ান চিকেন ডিস্। এই ডিস্ স্টার্টার হিসেবে চা-কফির সাথে খাওয়া হয়।।
এর নাম "65" কেন তা নিয়ে বহু মত রয়েছে। তবে বেশি প্রচলিত মত হিসেবে বলা হয় যে,, 1965 এ ভারতীয় সৈনিক দের জন্য এই ডিস্ প্রথম বানানো হয়, তাই এর নামের সাথে "65" আছে।।

বি.দ্র.: এখানে 1 চামচ মানে 1 টেবিল চামচ।
আর "কাপ" হল সাধারন চায়ের কাপ।

চিকেন 65

#jemonkhusirado2
#Rina
এটি একটি সাউথ ইন্ডিয়ান চিকেন ডিস্। এই ডিস্ স্টার্টার হিসেবে চা-কফির সাথে খাওয়া হয়।।
এর নাম "65" কেন তা নিয়ে বহু মত রয়েছে। তবে বেশি প্রচলিত মত হিসেবে বলা হয় যে,, 1965 এ ভারতীয় সৈনিক দের জন্য এই ডিস্ প্রথম বানানো হয়, তাই এর নামের সাথে "65" আছে।।

বি.দ্র.: এখানে 1 চামচ মানে 1 টেবিল চামচ।
আর "কাপ" হল সাধারন চায়ের কাপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

Prep time: 1hr. Cooking time : 30min.
5-6 সারভিংস
  1. চিকেন ম্যারিনেট করার জন্য
  2. 1কেজি বোনলেস চিকেন
  3. 3 টেবিল চামচআদা বাটা
  4. 2 টেবিল চামচরসুন বাটা
  5. 2 টেবিল চামচলঙ্কা গুঁড়ো
  6. 2 টেবিল চামচগোল মোরিচ গুঁড়ো
  7. 2 টেবিল চামচগরম মশলা
  8. 2 টেবিল চামচহলুদ গুঁড়ো
  9. স্বাদ মতনুন
  10. 1 কাপটক দই
  11. 2 টেবিল চামচলেবুর রস
  12. 3 টেবিল চামচকর্ণফ্লাওয়ার
  13. 3 টেবিল চামচময়দা
  14. 1 টেবিল চামচকুকিং সোডা
  15. পরিমানমতোচিকেন ডিপ্ ফ্রাই করার জন্য তেল
  16. চিকেন 65 এর গ্রেভির জন্য
  17. 2 টেবিল চামচতেল
  18. 1 চা চামচজিরে
  19. 1 চা চামচরসুন কুচি
  20. স্বাদ অনুযায়ীসামান্য চিনি
  21. 6-7টা কাঁচা লঙ্কা চেরা
  22. 10-12টা কারি পাতা কুচি
  23. 2 টেবিল চামচটক দই
  24. স্বাদ মতলঙ্কা গুঁড়ো সামান্য
  25. 2 টেবিল চামচটম্যাটো সস
  26. 2 টেবিল চামচরেড্ চিলি সস
  27. 1 টেবিল চামচসোয়া সস

রান্নার নির্দেশ সমূহ

Prep time: 1hr. Cooking time : 30min.
  1. 1

    প্রথমে চিকেন কে ভালো ভাবে ধুয়ে নিয়ে, তাতে একে একে আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুড়ো, গোল মোরিচ গুঁড়ো, গরম মশলা, লেবুর রস এবং টক দই দিয়ে মাখিয়ে ফ্রিজে রাখতে হবে 45min থেকে 1hr.

  2. 2

    এরপর ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিকেন বের করে 5 মিনিট পর তাতে একে একে ময়দা, কর্নফ্লোর আর কুকিং সোডা দিয়ে, সামান্য জল দিয়ে মেখে নিতে হবে।

  3. 3

    এরপর, কড়াই তে ডিপ্ ফ্রাই করার মতো তেল গরম করে, চিকেন পিস্ গুলো আলাদা আলাদা করে ভেজে নিয়ে, প্লেটে টিস্যু পেপার দিয়ে, তার ওপর তুলে রাখতে হবে।

  4. 4

    কড়াই তে থাকা চিকেন ফ্রাই করা তেল সামান্য কমিয়ে দিয়ে, তাতে একে একে জিরে, রসুন কুচি, চিনি, কারিপাতা, কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষন নেড়ে নিয়ে তাতে টক দই, লঙ্কা গুড়ো, টম্যাটো সস্, চিল্লি সস্, সোয়া সস্ ও খুব সামান্য জল দিতে হবে।

  5. 5

    এরপর গ্রেভি গাড় হয়ে এলে নুন ও ঝাল এর স্বাদ দেখে নিয়ে, আগে থেকে ভেজে রাখা চিকেন গুলো দিয়ে, ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    এরপর, গরম চা বা কফি র সাথে সার্ভ করুন, বাড়িতে তৈরি চিকেন 65

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Khusi Sinha
Khusi Sinha @cook_24978196

Similar Recipes