কমলা রসে কাতলা (kamola-rose-katla recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#উত্তরবাংলার রান্নাঘর
#ফল
আমি এই রেসিপি থেকে শীতের কমলালেবু বেছে নিয়েছি | কমলালেবু এখন ভালো পাওয়াও যায় | ভিটামিন সি তে ভরপুর , শরীরের পক্ষে খুব উপকারি ফল | আমি এখানে কমলার রস বানিয়ে কাতলা মাছ বানিয়েছি | তাতে পেঁয়াজ , রসুন আদা ,সর্ষে ও কাজু বাঁটা দিয়ে ঘরোয়া উপাদানেই এটি বানিয়েছি , কমলার রসে এটির স্বাদ অনেক বেড়ে গেছে ,এবং একেঘেয়েমী রান্না থেকে সরে একটু আলাদা স্বাদ এনেছে |

কমলা রসে কাতলা (kamola-rose-katla recipe in Bengali)

#উত্তরবাংলার রান্নাঘর
#ফল
আমি এই রেসিপি থেকে শীতের কমলালেবু বেছে নিয়েছি | কমলালেবু এখন ভালো পাওয়াও যায় | ভিটামিন সি তে ভরপুর , শরীরের পক্ষে খুব উপকারি ফল | আমি এখানে কমলার রস বানিয়ে কাতলা মাছ বানিয়েছি | তাতে পেঁয়াজ , রসুন আদা ,সর্ষে ও কাজু বাঁটা দিয়ে ঘরোয়া উপাদানেই এটি বানিয়েছি , কমলার রসে এটির স্বাদ অনেক বেড়ে গেছে ,এবং একেঘেয়েমী রান্না থেকে সরে একটু আলাদা স্বাদ এনেছে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ -৩৫ মিনিট
৪ জন
  1. ৪ টে কাতলার পেটি
  2. ২টি কমলালেবু রস
  3. ১টি কমলালেবু সাজানোর জন্য
  4. পরিমান মতো কমলার খোসা
  5. প্রয়োজন মতসাদা তেল
  6. ১ চা চামচ ঘি
  7. ২ চা চামচ সর্ষে কাজু বাদাম বাঁটা
  8. ২ চা চামচ পেঁয়াজ বাঁটা
  9. ২ চা চামচ আদা বাঁটা
  10. ১ চা চামচ রসুন বাঁটা
  11. ১টি টমেটো বাঁটা
  12. ১ চা চামচ টকদই
  13. ১ চা চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  14. প্রয়োজন মতহলুদ গুঁড়ো
  15. স্বাদমতনুন
  16. ১চা চামচ গরম মশলা
  17. ১ চা চামচ জিরা গুঁড়া
  18. ১টি গোটা লংকা
  19. ১টি তেজপাতা
  20. ১ চা চামচ গোটা গরম মশলা
  21. প্রয়োজন মতজল

রান্নার নির্দেশ সমূহ

৩০ -৩৫ মিনিট
  1. 1

    প্রথমে মাছ ধুয়ে নুন হলুদ, লংকাগুড়া মাখিয়ে, সাদা তেলে ভেজে তুলে রাখতে হবে |

  2. 2

    পেঁয়াজ রসুন আদা টমেটো বেঁটে,কাঁচালংকা চিরে রাখতে হবে | গরম মশলা, দই জিরা লংকা ইত্যাদি গুছিয়ে নিতে হবে | ২টিকমলালেবুর রস বার করতে হবে |

  3. 3

    প্যানে ঐ মাছ ভাজার তেলেই এক এক করে. পেঁয়াজ রসুন আদা, টমেটো.জিরে হলুদ লংকা দিয়ে কসিয়ে,সর্ষেকাজুর মিশ্রন টা দিয়ে, দই টা ফেটিয়ে দিতে হবে | এবার গরম জল দিতে হবে |

  4. 4

    ঝোল ফুটে উঠলে,মাছ ভাজা দিয়ে ঢেকে, ঘি গরম মশলা ছড়িয়ে, শেষে কমলারস দিয়ে সামান্য ফুটিয়ে নামিয়ে ফেল তে হবে | হয়ে গেল কমলারসে জারিত কাতলা |

  5. 5

    এবার প্লেটে ঢেলে চারিদিকে কমলার কোয়া ও জেস্ট দিয়ে সাজিয়ে দিলেই হয়ে যাবে বড় দিনের বড়া খানা | রাইস ভাত সবার সাথেই খেতে ভাল লাগবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes