কাতলা কালিয়া(katla kalia recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#FF
# মৎস উৎসব
#কাতলা কালিয়া
এবারে মৎস উৎসব রেসিপিতে আমি কাতলা কালিয়া তৈরী করেছি | গতানুগতিক শুধু মাছ দিয়ে না করে , স্বাদ বাড়ানোর জন্য সাথে আলু ও ফুলকপি দিয়েছি!ঘরোয়া উপকরনেই এটি বেশ ভালো স্বাদের হয়েছে |

কাতলা কালিয়া(katla kalia recipe in Bengali)

#FF
# মৎস উৎসব
#কাতলা কালিয়া
এবারে মৎস উৎসব রেসিপিতে আমি কাতলা কালিয়া তৈরী করেছি | গতানুগতিক শুধু মাছ দিয়ে না করে , স্বাদ বাড়ানোর জন্য সাথে আলু ও ফুলকপি দিয়েছি!ঘরোয়া উপকরনেই এটি বেশ ভালো স্বাদের হয়েছে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৪ জন
  1. ৪ টুকরো কাতলা মাছ
  2. ২টি আলু
  3. ৭-৮ টা ফুলকপির টুকরো
  4. ২ চা চামচ টকদই
  5. ১ চা চামচ ময়দা
  6. ১টি পেঁয়াজ কুচি
  7. ১টি টমেটো কুচি
  8. ২চা চামচ ধনেপাতা কুচি
  9. ২ চা চামচ ঘি
  10. ১চা চামচ গরম মসলা
  11. ১ চা চামচ চিনি
  12. ২ চা চামচ আদা বাটা
  13. ১ চা চামচ জিরা গুঁড়ো
  14. ১ চা চামচ ধনে গুঁড়ো
  15. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  16. ১চিমটি গোটা জিরা
  17. ১টি তেজপাতা
  18. ১টি শুকনো লংকা
  19. ২টি ছোট এলাচ
  20. ১ টুকরো দারচিনি
  21. ২/৩ চা চামচ হলুদ গুঁড়ো
  22. প্রয়োজন মতনুন
  23. প্রয়োজন মত সর্ষের তেল
  24. ২-৩টা চেরা কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    প্রথমে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে সঃ তেলে হালকা ভেজে তুলে রাখতে হবে ।
    আলু ফুলকপি ভাপিয়ে ঐ তেলেই ভেজে তুলে রাখতে হবে |

  2. 2

    প্যানে তেজপাতা, জিরা, লংকাও গোটাগরম মশলা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভাজতে হবে ৷এর পর একে একে তাতে আদা,টমেটো, জিরে ধনে নুন হলুদ লংকা সবরকম মশলাদিয়ে কসিয়ে ভেজে তুলে রাখা আলু দিয়ে কষাতে হবে। শেষে দিতে হবে ময়দামেশানো টকদইটা |

  3. 3

    সব মশলা কষানো হলে তাতে ২ কাপ গরম জল দিয়ে ফুটতে দিতে হবে |এসময় ভাজা ফুলকপি, ভাজা মাছ দিয়ে ফুটিয়ে শেষে কাঁচালংকা চেরা, ঘি গরম মশলা, ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে ফেলতে হবে |

  4. 4

    তৈরী হয়ে গেল ফুলকপি, আলুদিয়ে কাতলা মাছের কালিয়া | রান্নাটায় বেশী ঝোল হবেনা | একটু গা মাখা হবে ৷এবার গরম ভাত, রুটি, রাইস,পরোটা সবার সাথেই খেতে ভাললাগবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

মন্তব্যগুলি

Similar Recipes