হায়দ্রাবাদী চিকেন (Hydrabadi Chicken recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#GA4
#week 13
এই ধাঁধা থেকে আমি হায়দ্রাবাদী শব্দটি নিয়ে চিকেনের রেসিপি বানিয়েছি | এটি হায়দ্রাবাদের একটা জনপ্রিয় এবং ঐতিহ্যময় রেসিপি | এখানে আমি কিছু বিশেষ মশলা শুকনো কড়াইতে নেড়ে সেটা গুড়া করে এই রান্নায় ব্যবহার করেছি | জল ঝরানো টকদই , বেরেস্তা, গরম মশলা ও কাঁচালংকাবাঁটা দিয়েছি | এখানে টমেটোর ব্যবহার হয় নি | রুটি পরোটা বা রাইস সবার সাথেই এই পদটি ভালো যায় |

হায়দ্রাবাদী চিকেন (Hydrabadi Chicken recipe in Bengali)

#GA4
#week 13
এই ধাঁধা থেকে আমি হায়দ্রাবাদী শব্দটি নিয়ে চিকেনের রেসিপি বানিয়েছি | এটি হায়দ্রাবাদের একটা জনপ্রিয় এবং ঐতিহ্যময় রেসিপি | এখানে আমি কিছু বিশেষ মশলা শুকনো কড়াইতে নেড়ে সেটা গুড়া করে এই রান্নায় ব্যবহার করেছি | জল ঝরানো টকদই , বেরেস্তা, গরম মশলা ও কাঁচালংকাবাঁটা দিয়েছি | এখানে টমেটোর ব্যবহার হয় নি | রুটি পরোটা বা রাইস সবার সাথেই এই পদটি ভালো যায় |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘণ্টা ৩০ মিনিট
৩জন
  1. ২০০গ্রাম চিকেন
  2. ১টি পেঁয়াজের বেরেস্তা
  3. ১ চা.চামচ আদাবাটা
  4. ১ চা চামচ রসুন বাঁটা
  5. ২-৩ চা চামচ টকদই
  6. স্বাদ মতোনুন
  7. ১ চা চামচ কাশ্মিরী লংকা গুড়া
  8. ৩ চা চামচ সাদা তেল
  9. ১/২ চা চামচ লঙ্কার গুঁড়া
  10. ১+১ চা.চামচ হলুদ গুঁড়া
  11. ২ চা চামচ পেঁয়াজ বাঁটা
  12. ১ চা চামচ ভাজা মশলা(২টিগোটা লংকা,ধনে,জিরে, ২তেজপাতা, স্টার এ্যনিস ভেজে গুঁড়া করা)
  13. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়া
  14. প্রয়োজন মতজল

রান্নার নির্দেশ সমূহ

১ঘণ্টা ৩০ মিনিট
  1. 1

    প্রথমে ১টি লংকা,২টা তেজপাতা,১টুকরা স্টার এ্যানিস, ১ চামচ ধনে ও জিরে শুকনো কড়াইতে ভেজে গুড়া করে রাখতে হবে | একটি পেঁয়াজ কুচি করে সাদা তেলে ভেজে বেরেস্তা বানাতে হবে |

  2. 2

    চিকেন ধুয়ে নুন হলুদ,জলঝরা টক দই,লংকার গুঁড়া ও বেরেস্তা গুড়া করে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে ৷আর একটা পেঁয়াজ কুচি করে, কাঁচা লংকা দিয়ে বেঁটে, ও রসুন আদা বেঁটে রাখতে হবে |

  3. 3

    এবার বেরেস্তা ভাজার তেলেই একে একে. পেঁয়াজ আদা রসুন বাঁটা,কাঁচা লংকা বাটা, কাশ্মিরী লংকা গুঁড়া দিয়ে মশলা কষাতে হবে ৷এবার হলুদ,নুন দিয়ে ৪-৫ মিনিট ভাজা হলে তাতে গুঁড়া করা ভাজামশলা দিয়ে নেড়ে গরম জল দিয়ে ঢেকে ১o মিনিট রান্না করতে হবে |

  4. 4

    ১০মিনিট পর চিকেন সিদ্ধ হয়ে গেলে বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হায়দ্রাবাদী চিকেন | এবার পরিবেশন পাত্রে ঢেলে উপর দিয়ে আর একটু বেরেস্তা ছড়িয়ে, রাইস / পোলাও / রুটি /পরোটার সাথে পরিবেশন করতে হবে |আমি এখানে গরম পরোটা দিয়ে পরিবেশন করেছি হায়দ্রাবাদী চিকেনের পদটি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes