কড়াইশুঁটির কচুরি(koraishutir kochuri recipe in Bengali)

Ranjita Shee
Ranjita Shee @cook_26432694
সন্তোষপুর , কলকাতা

কড়াইশুঁটির কচুরি(koraishutir kochuri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
১জন
  1. ২৫০ গ্রাম ময়দা
  2. ১ ছোট বাটি কড়াইশুঁটি
  3. ১টি কাঁচা লঙ্কা
  4. ১ টুকরো আদা
  5. ৫-৬ টি গোল মরিচ
  6. ১ চা চামচ গোটা জিরা
  7. স্বাদমতোলবণ
  8. পরিমাণমতো জল
  9. পরিমান মতো তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    লবণ ও ময়ান দিয়ে ময়দা মেখে নিতে হবে।

  2. 2

    কড়াইশুঁটি লংকা আদা লবণ ও কোটা গোলমরিচ দিয়ে বেটে বেটে নিতে হবে।

  3. 3

    করে সামান্য তেল জিরা ফোড়ন দিয়ে বাটা কড়াইশুঁটি ভালো করে নিতে হবে। শুকনা শুকনা ভাজা ভাজা হলে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল কচুরির পুর ।

  4. 4

    মাখা মাখা থেকে ছোট ছোট গুচি কেটে নিতে হবে । গুচি গুলোর মধ্যে কড়াইশুঁটির পুরভরে কচুরি বেলে নিতে হবে।তারপরে কড়াইতে তেল গরম করে কচুরি গুলো ভেজে নিতে হবে।

  5. 5

    তারপর গরম গরম পরিবেশন করতে হবে কড়াইশুঁটির কচুরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ranjita Shee
Ranjita Shee @cook_26432694
সন্তোষপুর , কলকাতা
আমি রান্না করতে ভালোবাসি । নতুন নতুন রান্না শিখতে ভালো লাগে । লোককে খাওয়াতে ও নিজে খেতে খুব ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes