কড়াইশুঁটির কচুরি(Koraisutir Kochuri Recipe in Bengali)

Papiya Modak
Papiya Modak @papiya_93
Hooghly

#ebook2

কড়াইশুঁটির কচুরি একটি একেবারে বাঙালি খাবার । শীতকালে কড়াইশুঁটির কচুরি খেতে আমাদের সকলেরই ভালো লাগে। বিশেষ করে পূজা পার্বনের নিরামিষ দিনে এই কচুরি খেতে এটি বেশি ভালো লাগে।

কড়াইশুঁটির কচুরি(Koraisutir Kochuri Recipe in Bengali)

#ebook2

কড়াইশুঁটির কচুরি একটি একেবারে বাঙালি খাবার । শীতকালে কড়াইশুঁটির কচুরি খেতে আমাদের সকলেরই ভালো লাগে। বিশেষ করে পূজা পার্বনের নিরামিষ দিনে এই কচুরি খেতে এটি বেশি ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৬ জন
  1. ৩ কাপ ময়দা
  2. ১ কাপ কড়াইশুঁটি
  3. ১ চা চামচ আদা কুচি
  4. পরিমাণ মতো ছাতু
  5. ১ চা চামচ ভাজা জিরে গুঁড়ো
  6. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  7. স্বাদমতোলবণ এবং চিনি
  8. পরিমাণমতো সাদা তেল
  9. পরিমাণমতো জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ময়দা লবণ, পরিমাণমতো তেল ও জল দিয়ে নরম ভাবে মেখে ডো তৈরি করে কুড়ি মিনিট রেস্ট দিতে হবে।

  2. 2

    এই সময় কড়াইশুঁটি ও আদা অল্প জল দিয়ে বেটে নিতে হবে।

  3. 3

    এবার এই কড়াইশুঁটির বাটার সঙ্গে লবণ, চিনি, গরম মসলা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো ও ছাতু দিয়ে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    কড়াইতে ২ টেবিল চামচ তেল গরম করে কড়াইশুঁটির মিশ্রন টা দিয়ে শুকনো হওয়া পর্যন্ত সমানে নাড়তে হবে।

  5. 5

    শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে নিন ও ঠান্ডা করে নিন। তৈরি হয়ে গেল পুর।

  6. 6

    এবার ময়দার ডো থেকে সমান লেচি কাটুন।

  7. 7

    এবার ময়দার একটা লেচি নিয়ে তার মধ্যে কড়াইশুঁটির পুর ভরে মুখ বন্ধ করে হাল্কা হাতে বেলে নিতে হবে৷

  8. 8

    কড়াইয়ে বেশ কিছুটা তেল গরম করে কচুরি ভেজে নিন। তৈরি কড়াইশুঁটির কচুরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Papiya Modak
Papiya Modak @papiya_93
Hooghly
cooking is my passion
আরও পড়ুন

Similar Recipes