মুলো দিয়ে মটর ডাল (mulo diye motor dal recipe in Bengali)

Oindrila Majumdar
Oindrila Majumdar @oincook_25812891

শীতকালে ফ্রেশ মুলো পাওয়া যায়, যার, স্বাদের কোনো তুলনা হয় না। আজকের রেসিপি খুব সহজ, স্বাস্থ্যকর মুলো দিয়ে মটর ডাল।

মুলো দিয়ে মটর ডাল (mulo diye motor dal recipe in Bengali)

শীতকালে ফ্রেশ মুলো পাওয়া যায়, যার, স্বাদের কোনো তুলনা হয় না। আজকের রেসিপি খুব সহজ, স্বাস্থ্যকর মুলো দিয়ে মটর ডাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৬ জনের জন্য
  1. ২ কাপ মটর ডাল
  2. ১ টা বড় মুলো
  3. ১ চা চামচ ঘি
  4. ১ চা চামচ গোটা জিরে
  5. ১ টা শুকনো লঙ্কা
  6. ১ টা তেজপাতা
  7. ১ চা চামচ আদা বাটা
  8. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  9. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  10. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. স্বাদমতোলবণ
  12. ১ চা চামচ ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    আগের দিন রাতে ডাল ভিজিয়ে রাখতে হবে। পরের দিন মুলো চৌকো করে কেটে নিতে হবে। আগে ডাল কিছু টা সেদ্ধ করে মুলো দিয়ে পুরো ডাল আর মুলো আবার সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    কড়াতে ঘি গরম করে গোটা জিরে, তেজপাতা, শুকনো লংকা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে কাঁচালংকা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে হবে। ৩০ সেকেন্ড রান্না করতে হবে।

  3. 3

    সেদ্ধ ডাল টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন দিয়ে ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিতে হবে।

  4. 4

    ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Oindrila Majumdar
Oindrila Majumdar @oincook_25812891

Similar Recipes