বেগুন পোড়া (begun poda recipe in Bengali)

Ranita Ray
Ranita Ray @cook_27505192

আজ বানিয়ে ফেললাম,বেগুন,ধনে পাতা দিয়ে বেগুন পোরা।আমার বাড়ির সকলে খুব ভালো খেলো।আপনাদের ও ভালো লাগবে।

বেগুন পোড়া (begun poda recipe in Bengali)

আজ বানিয়ে ফেললাম,বেগুন,ধনে পাতা দিয়ে বেগুন পোরা।আমার বাড়ির সকলে খুব ভালো খেলো।আপনাদের ও ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ১ টা বেগুন
  2. ৪ চা চামচ সরষের তেল
  3. ১ চা চামচ কালো সর্ষে
  4. ১ বাটি ধনে পাতা
  5. ১ টা কাচা পিঁয়াজ
  6. ২ টো কাঁচালঙ্কা
  7. ২চা চামচ লবণ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    একটা বেগুন নিলাম।ভালো ভাবে গায়ে মাস্টার্ড অয়েল ব্রাশ করে নিলাম।গ্যাস উনানে রতি সেকা রেখে,আনুন জ্বালিয়ে মেড়িয়াম। ফ্লামে এ দিলাম ও বেগুন পূর্তে দিলাম।

  2. 2

    উল্টে পাল্টে সব দিক সমান ভাবে আগুন এ দিলাম।

  3. 3

    নিচের দিক টা আগুনে ধরলাম।

  4. 4

    বেগুন সব দিক সমান ভাবে পুরে গাছে।পুরে যাওয়া খোসা ছাড়িয়ে ফেললাম।

  5. 5

    বেগুন মিক্সিতে দিয়ে দিলাম।

  6. 6

    মিহি পেস্ট তৈরি হলো।ধনে পাতা,পিয়াজ,লঙ্কা,কুচি নিলাম।

  7. 7

    কড়াইতে কালো সরস ও লবণ দিলাম।তেল দিলাম,লঙ্কা,দিলাম।

  8. 8

    পেয়াজ দিয়ে দিলাম।লবণ দিলাম।পেস্ট তা দিলাম।ধনে পাতা কুচি মিশিয়ে দিলাম।

  9. 9

    ভালো ভাবে মিশিয়ে নিলাম।টেস্ট করলাম।

  10. 10

    গরম গরম পরিবেশন করলাম।গরম ভাত বা রুটির র সাথে দারুন লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ranita Ray
Ranita Ray @cook_27505192

Similar Recipes