মশালা কাতলা (masala katla recipe in Bengali)

Trisha Majumder Ganguly
Trisha Majumder Ganguly @Trisha_1503
পাটনা

#GA4
#Week18

কাতলা মাছের একটি ভিন্ন ধরনের পদ।।

মশালা কাতলা (masala katla recipe in Bengali)

#GA4
#Week18

কাতলা মাছের একটি ভিন্ন ধরনের পদ।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সময় সাপেক্ষ
৩-৪ জনের জন্য
  1. ৪ টুকরো কাতলা মাছের গাদা
  2. স্বাদমতোনুন
  3. ১.৫ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  4. ১ টি মাঝারি মাপের পেঁয়াজ কুচি
  5. ১ টেবিল চামচ টমেটো বাটা
  6. ১/২ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  7. ১ টেবিল চামচ আদা-রসুন বাটা
  8. ১/২ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা
  9. ২ টি গোটা কাঁচালঙ্কা দুভাগ করা
  10. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
  11. ১/২ চা চামচ জিরের গুড়ো
  12. ১ চা চামচ শুকনো লঙ্কার গুড়ো
  13. ১ চা চামচ গোটা জিরে
  14. পরিমাণ মতোসর্ষের তেল
  15. পরিমাণমতোজল

রান্নার নির্দেশ সমূহ

সময় সাপেক্ষ
  1. 1

    কড়াইতে সরষের তেল গরম করে তাতে আগে থেকে ধুয়ে নুন ও এক টেবিল চামচ হলুদের গুড়ো মাখিয়ে রাখা মাছের টুকরো দিয়ে দুপাশ লালচে করে ভেজে তুলে নিতে হবে,

  2. 2

    তারপর ওই তেলেই গোটা জিরে দিয়ে সামান্য নেড়ে তাতে পেঁয়াজ কুচি ও কাঁচালঙ্কা দিয়ে সামান্য ভেজে নিতে হবে,

  3. 3

    তারপর তাতে আগে থেকে একটি বাটিতে মিশিয়ে রাখা আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাঁচালঙ্কা বাটা, নুন, হাফ টেবিল চামচ হলুদের গুড়ো, শুকনো লঙ্কার গুড়ো, জিরের গুড়ো ও সামান্য জল দিয়ে মিশিয়ে রাখা মিশ্রণ দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে,

  4. 4

    কিছুক্ষণ পরে ঢাকা খুলে গ্রেভি পরিমাণ মতো রেখে তাতে মাছের টুকরো গুলো দিয়ে নেড়ে সামান্য ফুটিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Trisha Majumder Ganguly
পাটনা
For me cooking is a therapeutic..Where I feel more alive than ever..
আরও পড়ুন

Similar Recipes