দই কাতলা(Doi katla recipe in bengali)

Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

#মাছের রেসিপি
বাঙালির খাওয়া দাওয়া মানেই মাছ ছাড়া ভাবা যায় না।আর দ ই কাতলা বাঙালির রান্নাঘরের অন‍্যতম জনপ্রিয় পদ ।এটি যেকোনো অনুষ্টান বাড়িতে বানানো হয়ে থাকে।এই রেসিপিটি গরমভাতের সাথে পরিবেশন করতে পারেন।

দই কাতলা(Doi katla recipe in bengali)

#মাছের রেসিপি
বাঙালির খাওয়া দাওয়া মানেই মাছ ছাড়া ভাবা যায় না।আর দ ই কাতলা বাঙালির রান্নাঘরের অন‍্যতম জনপ্রিয় পদ ।এটি যেকোনো অনুষ্টান বাড়িতে বানানো হয়ে থাকে।এই রেসিপিটি গরমভাতের সাথে পরিবেশন করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
২জন
  1. ৪ টুকরো কাতলা মাছ
  2. ১টিপেঁয়াজ বাটা
  3. ১চা চামচ আদা ও রসুনের পেষ্ট
  4. ১চা চামচ হলুদের গুঁড়ো
  5. স্বাদ অনুযায়ী লবণ
  6. পরিমাণ মতোতেল
  7. ১চা চামচ জিরের গুঁড়ো
  8. ১চা চামচ লঙ্কার গুঁড়ো
  9. ২চা চামচ টক দই
  10. ১বাটি ভাত(সাজানোর জন্য)
  11. পরিমাণমতোধনেপাতা
  12. ৪টি কাঁচা লঙ্কা(সাজানোর জন্য)

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    ১মে মাছগুলোকে হলুদেরগুড়ো ও লবণ দিয়ে ভালো ভাবে মেখে নিবেন।এরপর কড়াইতে তেল দিবেন।তেল গরম হলে মাছগুলো লাল করে ভেজে নিবেন।

  2. 2

    এরপর তেলের মধ্যে পেয়াজবাটা দিবেন।পেয়াজবাটা ভাজা হলে আদা ও রসুনের পেষ্ট দিবেন।এরপর লঙ্কারগুড়ো,লবণ হলুদেরগুড়ো, জিরেরগুড়ো দিয়ে মশলাটা ভালো ভাবে কষিয়ে নিবেন।এরপর দ ইটা দিবেন।তারপর নাড়াচাড়া করে জল দিবেন।

  3. 3

    এরপর ঝোলটা যখন ফুটে উঠবে মাছ দিবেন।১০মিনিট ঝোলটা জাল দেওয়ার পর ঝোলটা যখন ঘনো হয়ে আসবে গ‍্যস অফ করে দিবেন।এরপর ১টি ডিশে ভাত তার পাশে ১টি বাটিতে দ ই কাতলা পেয়াজ ধনেপাতা কাচালঙ্কা দিয়ে দ ই কাতলাটা সাজিয়ে নিবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

Similar Recipes