কাতলা মাছের রসা (Katla machher rosa recipe in Bengali)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#GA4
#Week5
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি (ফিস) মাছ বেছে নিয়েছি। আমি বানিয়েছি কাতলা মাছের রসা। খুব সহজ এই রেসিপি টা স্বাদেও দারুণ।

কাতলা মাছের রসা (Katla machher rosa recipe in Bengali)

#GA4
#Week5
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি (ফিস) মাছ বেছে নিয়েছি। আমি বানিয়েছি কাতলা মাছের রসা। খুব সহজ এই রেসিপি টা স্বাদেও দারুণ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45মিনিট
4জন
  1. 8 পিসকাতলা মাছ
  2. 2 টোটমেটো পেস্ট করা
  3. 6 টাকাঁচালঙ্কা পেস্ট করা
  4. 1/4 চা চামচগোটা জিরে
  5. 2 টোতেজপাতা
  6. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1 1/2 চা চামচধনে গুঁড়ো
  8. 1 চা চামচজিরে গুঁড়ো
  9. 1/4 চা চামচগরম মশলা গুঁড়ো
  10. স্বাদ মতোনুন ও চিনি
  11. 1টেবিল চামচ ধনেপাতা কুচি
  12. পরিমাণ মতো সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট
  1. 1

    মাছ গুলো ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে। গরম মশলা গুরো বাদে বাকি সব গুরো মশলা একটা বাটিতে নিয়ে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে মাছ গুলো ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    ঐ তেলেই গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে মশলার পেস্ট টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটো ও কাঁচালঙ্কা পেস্টটা দিয়ে কষাতে হবে। স্বাদ মতো নুন ও চিনি দিতে হবে।

  4. 4

    মশলা থেকে তেল ছেড়ে এলে অল্প জল ও ভাজা মাছ গুলো দিয়ে ভালো করে ঢিমি আঁচে নাড়াচাড়া করে 2কাপ জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে ঝোল কমে এলে গরম মশলা গুরো ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই কাতলা মাছের রসা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

Similar Recipes