রাবড়ি মোহন ভোগ (Rabri Mohon bhog recipe in Bengali)

Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502

#নববর্ষ
#ebook2 #আমি রান্নাভালোবাসি এই রেসিপিটি যেকোনো উৎসবের আমি বানায়।আর নববর্ষের দিন এই মিষ্টিটি বানিয়ে প্রথমেই আমি ঈশ্বরকে মিষ্টান্ন ভোগ দি।এটি খেতে যে রকম সুস্বাদু সে রকম লোভনীয়। তাই আমি এই রেসিপিটিকে আপনাদের সাথে শেয়ার করলাম।

রাবড়ি মোহন ভোগ (Rabri Mohon bhog recipe in Bengali)

#নববর্ষ
#ebook2 #আমি রান্নাভালোবাসি এই রেসিপিটি যেকোনো উৎসবের আমি বানায়।আর নববর্ষের দিন এই মিষ্টিটি বানিয়ে প্রথমেই আমি ঈশ্বরকে মিষ্টান্ন ভোগ দি।এটি খেতে যে রকম সুস্বাদু সে রকম লোভনীয়। তাই আমি এই রেসিপিটিকে আপনাদের সাথে শেয়ার করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা ৩০ মিনিট
৪জনের জন্য
  1. ১লিটার দুধের ছানা
  2. পরিমান মতো রাবড়ি (আমি এখানে হোমমেড রাবড়ি নিয়েছি) ।
  3. ১চা চামচ ঘি
  4. ১টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  5. ১বাটি চিনি
  6. ৫বাটিজল
  7. ১কাপ ডিসিকেটেড কোকোনাট
  8. ২টেবিল চামচ চিনি গুঁড়ো
  9. ১/৪ চা চামচ বেকিং পাউডার
  10. প্রয়োজন অনুযায়ীসাজানোর জন্য ড্রাই ফ্রুটস

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা ৩০ মিনিট
  1. 1

    প্রথমেই দুধ থেকে ছানা বানিয়ে জল ঝরিয়ে ফ্রিজে ১৫ মিনিট রাখতে হবে।

  2. 2

    ফ্রিজ থেকে বার করে নিয়ে হাতের সাহায্যে১৫ মিনিট মেক্স করতে হবে

  3. 3

    তার পর বেকিং পাউডার দিয়ে আরো ১৫ মিনিট ভালো করে মিহি করে মেখে নিতে হবে।

  4. 4

    এবার হাতের সাহায্যে চেপ্টা করে মাঝে একটি গর্ত করে দিতে হবে।ও১০ মিনিট ভেজা রুমাল ঢাকা দিয়ে রাখতে হবে।

  5. 5

    কড়াইতে ১বাটি চিনি দিয়ে ৫বাটি জল দিতে হবে ।চিনি জল ফুটে গেলে তাতে ১চামচ কোনফ্লাওয়ার গুলে দিয়ে দিতে হবে।জল ১০ মিনিট ফুটে গেলে মিষ্টি গুলি তাতে দিয়ে হাই ফ্লেমে ফোটাতে হবে ঢাকা দিয়ে।কিছুই পরপর ঢাকা খুলে নেড়ে দিতে হবে।মিষ্টি গুলি ফুলে গেলে ছেঁকে তুলে নিতে হবে।

  6. 6

    রাবড়িটিকে ফ্রিজ থেকে বার করে আমি মিক্সিতে আরো একবার পেস্ট করে নিয়ে ছিলাম।

  7. 7

    এবার ডিসিকেটেড কোকোনাটের সাথে চিনি গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম।

  8. 8

    এবার মিষ্টি গুলিকে একবার রাবড়িতে চুবিয়ে কোকোনাটে মাখিয়ে নিয়ে ওপর থেকে রাবড়ি দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে দিতে হবে।এবার প্লেটে সাজিয়ে নিয়ে ওপর থেকে রাবড়ি দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502

Similar Recipes