ড্রাই ফ্রুটস পোলাও (Dry Fruits Pulao recipe in Bengali)

Mahua Chakraborty Swami
Mahua Chakraborty Swami @Mahua28_6_11
Guwahati

#GA4
#week19
এবারের ধাঁধা থেকে আমি পোলাও বেছে নিয়েছি।

ড্রাই ফ্রুটস পোলাও (Dry Fruits Pulao recipe in Bengali)

#GA4
#week19
এবারের ধাঁধা থেকে আমি পোলাও বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২ কাপ(প্রায় ৪০০ গ্ৰাম) বাসমতী চাল
  2. ৩ টেবিল চামচ ঘি
  3. ৩ টেবিল চামচ গুঁড়ো চিনি কম বেশিকরা যেতে পারে
  4. স্বাদমতোনুন
  5. ৩ টি তেজপাতা
  6. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মসলা (৪-৫ টি করে এলাচ, লবং, ২ টুকরো দারচিনি)
  7. ১ চা চামচ কেওড়া জল
  8. ১ টা বড় পেঁয়াজ স্লাইস করে কাটা
  9. ১ টি আপেল খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেয়া
  10. ১ কাপ ড্রাইফ্রুটস কুচি(কাজুবাদাম,আমন্ড, কিসমিস,চেরী, খেজুর,ফিগ)
  11. ১/৪ চা চামচ জায়ফল গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চাল ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। একটি পাত্রে পরিমাণ মতো জল ফুটিয়ে নিতে হবে, জল ফুটে এলে তাতে ৩-৪ টি এলাচ-লবং, ১ টি দারচিনি, ২ টি তেজপাতা,১ চা চামচ কেওড়া জল ও চাল দিতে হবে,সেদ্ধ হয়ে এলে নামিয়ে জল ঝারিয়ে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে ঘি গরম করে বাকি গোটা গরম মসলা ও তেজপাতা ফোড়োন দিতে হবে, পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিয়ে তাতে দু ধরনের বাদাম, ফিগ, কিসমিস দিয়ে মাঝারি আঁচে একটু ভেজে নিতে হবে।

  3. 3

    এবার টুকরো করে রাখা আপেল, খেজুর, ভাত, চেরী, গুঁড়ো চিনি, নুন, জায়ফল গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি ড্রাই ফ্রুটস পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahua Chakraborty Swami
Guwahati

Similar Recipes