মেথি পরাঠা (Methi paratha recipe in Bengali)

SAYANTI SAHA
SAYANTI SAHA @sayanti2552
Uttarpara

#GA4
#week19
এই সপ্তাহের গোল্ডেন এপ্রণের ধাঁধা থেকে আমি মেথি
শব্দটি বেছে নিয়েছি। মেথি শাক দিয়ে বানিয়েছি মেথি পরাঠা।

মেথি পরাঠা (Methi paratha recipe in Bengali)

#GA4
#week19
এই সপ্তাহের গোল্ডেন এপ্রণের ধাঁধা থেকে আমি মেথি
শব্দটি বেছে নিয়েছি। মেথি শাক দিয়ে বানিয়েছি মেথি পরাঠা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জন
  1. ১ আঁটি মেথি শাক
  2. ৩ কাপ আটা
  3. ১ চা চামচ কালো জিরে
  4. ১ চা চামচ নুন
  5. ২ টেবিল চামচ সাদা তেল
  6. প্রয়োজন মত উষ্ণ জল
  7. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    মেথি শাক ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে ১ কাপ জল, ১ চা চামচ নুন দিয়ে ৫ মিনিট ভাপিয়ে নিতে হবে। শাক থেকে জল টা ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    একটা পাত্রে আটা, নুন, কালোজিরা সব শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে।

  3. 3

    তার মধ্যে ২ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিতে হবে। ভাপিয়ে রাখা মেথি শাক টা দিয়ে দিতে হবে।

  4. 4

    প্রথমে ভালোকরে মিশিয়ে নিতে হবে শাক টা শুকনো উপকরণের সাথে। তারপর অল্প অল্প করে ঈষদুষ্ণ জল দিয়ে আটা টা মেখে নিতে হবে।

  5. 5

    আটা মাখা থেকে গোল করে লেচি কেটে নিতে হবে। লেচি গুলো একটু শুকনো আটা দিয়ে বেলে নিতে হবে।

  6. 6

    ননস্টিক প্যানে পরাঠা টা দিয়ে প্রথমে দুদিক ভালোভাবে সেঁকে নিতে হবে । তারপর ১ চা চামচ করে ২ চামচ তেল দিয়ে দুদিক টা ভালো করে ভেজে তুলে নিতে হবে।

  7. 7

    গরম গরম আলুরদম এর সাথে পরিবেশনের জন্য তৈরি মেথির পরাঠা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SAYANTI SAHA
SAYANTI SAHA @sayanti2552
Uttarpara
If there is anything to change my mood and make me happy within a few minutes...that is cooking🍴A foodie who likes to do experiment for making new dishes just to give a change to your taste buds 🤗
আরও পড়ুন

Similar Recipes