মেথি পরোটা (methi parota recipe in Bengali)

Kamala Dey
Kamala Dey @cook_26781201

মেথি পরোটা (methi parota recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
২-৩ জন
  1. ১আঁটিমেথি শাক
  2. ৩৫০গ্রাময়দা
  3. ১/২ চা চামচ নুন
  4. পরিমান মতোসাদা তেল ভাজার মতো
  5. ৪-৫ফোঁটালেবুর রস
  6. ১চিমটিজোয়ান

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    মেথি শাক কুচি কুচি করে কেটে নুন অল্প চিনি লেবুর রস ৫ ফোঁটা দিয়ে মেখে ২০মিনিট মতো রেখে দিতে হবে।ময়দা তে অল্প জোয়ান নুন আর সাদা তেল ময়ান দিতে হবে।এতে শাক টা দিয়ে মাখতে হবে।জল লাগলে জল দিতে হবে।মেখে ৩০মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    এরপর এর থেকে একটু বড় বড় লেচি কেটে গোল গোল করে ফেলে নিতে হবে।

  3. 3

    এরপর সাদা তেল দিয়ে ভেজে নিতে হবে। তাহলেই তৈরি মেথি পরোটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kamala Dey
Kamala Dey @cook_26781201

Similar Recipes