পাস্তা স্যুপ (pasta soup recipe in Bengali)

Palash Bhumij
Palash Bhumij @cook_26549639

#GA4
#week20
এবারের ধাঁধা থেকে আমি স্যুপ বেছে নিয়েছি, তাই আমি পাস্তা স্যুপ বানিয়েছি

পাস্তা স্যুপ (pasta soup recipe in Bengali)

#GA4
#week20
এবারের ধাঁধা থেকে আমি স্যুপ বেছে নিয়েছি, তাই আমি পাস্তা স্যুপ বানিয়েছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১৫০গ্রামপাস্তা
  2. পরিমান মতোতেল
  3. স্বাদ মতোনুন
  4. ১ চা চামচ রসুন কুচি
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১/২ কাপ পেঁয়াজ কুচি
  7. ১/২ কাপ গাজর কুচি
  8. ১/২কাপবিন্স
  9. ১/২ কাপমটরশুঁটি
  10. ২ চা চামচটমেটো
  11. ২টিকাঁচা লঙ্কা
  12. ২ চা চামচ পাস্তা মশলা
  13. ১ চা চামচহলুদ গুঁড়ো
  14. ১ চা চামচ জিরে গুঁড়ো
  15. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  16. ২ চা চামচ কর্ণফ্লাওয়ার
  17. পরিমান মত জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সব সবজি ভালো করে ধুয়ে কেটে নিলাম

  2. 2

    আগে পাস্তা জল নুন ও অল্প তেল দিয়ে সিদ্ধ করে ছেঁকে অল্প তেল মাখিয়ে রেখেছি,

  3. 3

    এবার করাই তেল দিয়ে রসুন, আদা বাটা, পেঁয়াজ কুচি ভেজে সব সবজি ভেজে নেব হালকা করে

  4. 4

    এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে জল দিয়ে দিলাম

  5. 5

    এবার পাস্তা দিয়ে পাস্তা মসলা দিয়ে দেব, কিছুক্ষণ পরে দেখে নেব পাস্তা সিদ্ধ হয়েছে কিনা

  6. 6

    পাস্তা সিদ্ধ হয়ে গেলে একটি বাটিতে কোনফ্লাওয়ার গুলো সেটা দিয়ে দেব

  7. 7

    এবার গরম মসলা দিয়ে একটু নেড়ে একটু স্যুপ রেখে নামিয়ে দেব

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Palash Bhumij
Palash Bhumij @cook_26549639

Similar Recipes