চিংড়ি মাছের মালাইকারি(prawn malaikari recipe in Bengali)

Jayashree Paral
Jayashree Paral @cook_45600321
howrah...salkia

#প্রন
এই পদ টি খুবই সহজ এবং খুবই টেস্টি একটি পদ এবং ভাত, পোলাও দিয়ে খেতে খুবই ভাল লাগবে

চিংড়ি মাছের মালাইকারি(prawn malaikari recipe in Bengali)

#প্রন
এই পদ টি খুবই সহজ এবং খুবই টেস্টি একটি পদ এবং ভাত, পোলাও দিয়ে খেতে খুবই ভাল লাগবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30-40 মিনিট
4 জনের জন্য
  1. 500গ্রাম চিংড়ি মাছ (ছোটো বড় যে কোনো সাইজের নিতে পারো)
  2. 1টা বড় পেঁয়াজ বাটা
  3. 1চা চামচ আদা বাটা
  4. 2চা চামচ রসুন বাটা
  5. 1চা চামচ সাদা সর্ষে
  6. স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা
  7. 2টেবিল চামচ কাজু পোস্ত বাটা
  8. 1-1.5কাপ নারকেলের দুধ
  9. 2চা চামচ গুঁড়ো দুধ (ছোট চামচের দু চামচ)
  10. 1চা চামচ হলুদ গুঁড়ো
  11. 1চা চামচ লঙ্কা গুঁড়ো
  12. 1চা চামচ জিরে গুঁড়ো
  13. 1চা চামচ গরম মশলা গুঁড়ো
  14. স্বাদ মত নুন ও চিনি
  15. 1টা তেজপাতা
  16. প্রয়োজন অনুযায়ী গোটা গরম মশলা
  17. 1টা গোটা শুকনো লঙ্কা
  18. 1চা চামচ ঘি
  19. পরিমাণ মতো সর্ষের তেল
  20. কাঁচা লঙ্কা চেরা (ইচ্ছে মতো)

রান্নার নির্দেশ সমূহ

30-40 মিনিট
  1. 1

    আমি যেহেতু এখানে গলদা চিংড়ি নিয়েছি তাই চিংড়ি গুলোর মধ্যে কাঠি গুজে দিয়েছি যাতে ভাজলে বেকে না যায়... ছোট চিংড়ি হলে কাঠি গোজার দরকার নেই...

  2. 2

    তারপর চিংড়ি গুলো তে কাঠি গুজে সরষের তেল গরম করে নুন হলুদ দিয়ে মাখিয়ে হাল্কা ভেজে তুলে নিতে হবে..

  3. 3

    তারপর লাগলে সামান্য তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা,গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পিয়াজ বাটা, আদা বাটা,রসুন বাটা,কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাল ভাবে কষতে হবে...

  4. 4

    তারপর কষিয়ে মশলার কাঁচা গন্ধ চলে গেলে কাজু পোস্ত বাটা আর সরষে বাটা দিয়ে আবার কষতে হবে...

  5. 5

    তারপর একে একে হলুদ,লঙ্কা,জিরে গুড়ো দিতে হবে

  6. 6

    ভাল করে মিশিয়ে মশলা শুকিয়ে এলে নারকেলের দুধের মধ্যে গুড়ো দুধ গুলে দিতে হবে....যদি জল লাগে সামান্য জল দিতে পারো..

  7. 7

    আবার মিশিয়ে নুন ও সামান্য চিনি দিয়ে চিংড়ি গুলো দিয়ে গ্যাস লো করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে...

  8. 8

    ঢাকা খুলে ঘি,গরম মশলা গুড়ো,চেরা কাচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে সার্ভ কর চিংড়ি মালাইকারি..

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jayashree Paral
Jayashree Paral @cook_45600321
howrah...salkia
রান্না করতে এবং খাওয়াতে খুব ভালোবাসি ....😊 😊 😊
আরও পড়ুন

Similar Recipes