টমেটো স্যুপ (Tomato soup recipe in bengali)

Gopi ballov Dey
Gopi ballov Dey @mcook0244
Neamatpur

#GA4
#week20

স্যুপের কথা বলতে গেলে প্রথমে আমাদের টমেটো স্যুপের কথা মাথায় আসে। এই টমেটো স্যুপটি অন্যান্য টমেটো স্যুপের মত নয়, একটু পাতলা হয় তবে কম তেল বানানো তাই সাস্থ্যকর ও খেতেও সত্যি খুব সুস্বাদু হয়।

টমেটো স্যুপ (Tomato soup recipe in bengali)

#GA4
#week20

স্যুপের কথা বলতে গেলে প্রথমে আমাদের টমেটো স্যুপের কথা মাথায় আসে। এই টমেটো স্যুপটি অন্যান্য টমেটো স্যুপের মত নয়, একটু পাতলা হয় তবে কম তেল বানানো তাই সাস্থ্যকর ও খেতেও সত্যি খুব সুস্বাদু হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ৪টি বড় টমেটো
  2. ১/২ পেঁয়াজ কুচি
  3. ৫-৬ কোয়া রসুন কুচি
  4. ১/২ ইঞ্চি আদা
  5. ১ টেবিল চামচ গোলমরিচ
  6. ১ টেবিল চামচ ধনে
  7. ১ টেবিল চামচ জিরা
  8. ১ টা বড় এলাচ
  9. ১ টা দারচিনি
  10. ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  11. ২ টেবিল চামচ ধনেপাতার স্টেম
  12. ১/২ কাপ গাজর কুচি
  13. ১ টেবিল চামচ তেল
  14. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    একটা কড়াইতে তেল দিয়ে তারমধ্যে গোলমরিচ, ধনে, জিরা, বড় এলাচ ও দারুচিনি দিয়ে দিতে হবে।

  2. 2

    এরপর পেঁয়াজ কুচি ও আদা রসুন কুচি ও গাজর কুচি দিয়ে হালকা করে সটে করে নিতে হবে।

  3. 3

    এরপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও টমেটো দিয়ে তারমধ্যে ১ কাপ জল ও নুন দিয়ে দিতে হবে।

  4. 4

    এরপর ৭-৮ মিনিট ঢেকে দিতে হবে।

  5. 5

    ৭-৮ মিনিট পর ঢাকা খুলে তারমধ্যে ধনেপাতার স্টেম কুচি করে দিয়ে আরো ২ কাপ জল দিয়ে ঢেকে দিতে হবে।

  6. 6

    এরপর যখন টমেটো গাজর সেদ্ধ হয়ে এলে স্ট্রেনার দিয়ে ভালো করে ছেঁকে একটা পাত্রে স্যুপ বের করে নিতে হবে।

  7. 7

    ব্যাস আমাদের গরম গরম সুস্বাদু টমেটো স্যুপ তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopi ballov Dey
Gopi ballov Dey @mcook0244
Neamatpur

Similar Recipes