টমেটো স্যুপ (tomato soup recipe in Bengali)

Sanghamitra Saha
Sanghamitra Saha @cook_27665692

টমেটো স্যুপ (tomato soup recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জন
  1. ৪টাটমেটো
  2. ১/২পেঁয়াজ
  3. ৪ কোয়ারসুন
  4. ৭-৮ ছোট টুকরোআদা
  5. ৭-৮টিগোলমরিচ
  6. ৫০ গ্রামবাটার / মাখন
  7. ৪ টেবিল চামচফ্রেশ ক্রিম
  8. ১/২চা চামচনুন
  9. ১চা চামচচিনি
  10. ২টিতেজপাতা
  11. ১ চা চামচতেল
  12. ২ চা চামচফ্রেশ ক্রিম
  13. ১/২ চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  14. ২ চা চামচভাজা সেমুই
  15. ১/২ কাপজল
  16. ৭-৮ টিটমেটো টুকরো

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    ননস্টিক প্যানে ১ফোঁটা তেল দিয়ে তেজপাতা গোলমরিচ আদা রসুন পেঁয়াজ নেড়ে রাখুন।

  2. 2

    কড়াই এ সব টমেটো সেঁকা মশলা দিয়ে ১২ মিনিট অল্প আঁচে ফোটান যাতে টমেটো নরম হয়ে যায়।

  3. 3

    টমেটো মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেষ্ট করে নেবেন।

  4. 4

    ছাঁকনি দিয়ে টমেটো পেস্ট ছেঁকে নিন।

  5. 5

    ননস্টিক প্যানে তেল ও বাটার গরম করে টমেটো পাল্প ও লংকা গুঁড়ো ও টমেটো টুকরো ঢেলে কয়েক সেকেন্ড নেড়ে জল নুন চিনি মিশিয়ে কম আঁচে ৩/৪মিনিট নেড়ে ফ্রেস ক্রীম মিশিয়ে আর ও ২ মিনিট নেড়ে নামিয়ে ভাজা ১চা চামচ সেমুই মেশান।

  6. 6

    টমেটো স্যুপ একটি বোলে ঢেলে ফ্রেস ক্রীম ভাজা সেমুই ও ধনেপাতা দিয়ে গরম গরম সার্ভ করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanghamitra Saha
Sanghamitra Saha @cook_27665692

মন্তব্যগুলি

Similar Recipes