আলু কোপ্তা (alu kopta recipe in Bengali)

Ria Ghosh
Ria Ghosh @cook_26727071

#GA4#week20
এই সপ্তাহে আমি ধাঁধা থেকে বেছে নিয়েছি কোপ্তা। আমি বানিয়েছি আলুর কোপ্তা।

আলু কোপ্তা (alu kopta recipe in Bengali)

#GA4#week20
এই সপ্তাহে আমি ধাঁধা থেকে বেছে নিয়েছি কোপ্তা। আমি বানিয়েছি আলুর কোপ্তা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
বারো পিস মত হবে।
  1. 2টো আলু সিদ্ধ মাঝারি সাইজের
  2. 2টেবিল চামচছানা
  3. 2 চা চামচময়দা
  4. 1/2 চা চামচচিনি
  5. 1 চা চামচহলুদ গুঁড়ো
  6. 1 চা চামচ জিরে গুঁড়ো
  7. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  8. 12টাবাদাম
  9. 2 টিকাঁচালঙ্কা কুচি
  10. 1 চা চামচগরম মশলা
  11. 1 টাটমেটো বাটা
  12. 2 কাপসরিষার তেল
  13. 1.5 চা চামচআদা রসুন বাটা
  14. স্বাদমতোলবণ
  15. 1/2 চা চামচজিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা
  16. 1 চা চামচগোটা গরম গরম

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    সেদ্ধ আলুটা মেখে নিতে হবে। তার মধ্যে বাদামটা ভেজে দিতে হবে

  2. 2

    এবার আলুতে হলুদ গুঁড়ো, লবণ,হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা হাফ চামচ, কাঁচা লঙ্কা কুচি, ছানা,গরম মশলা হাফ চা চামচ,জিরে ভাজা গুঁড়ো হাফ চা চামচ, ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  3. 3

    এবার হাতে একটু তেল মেখে ছোট ছোট কোপ্তার আকারে গড়ে নিতে হবে।একটা কড়াইয়ে তেল গরম গরম করে ভেজে নিতে হবে।হালকা আঁচে ভেজে নিতে হবে কোপ্তা গুলো।

  4. 4

    এবার ভাজা কোপ্তা গুলো একটা পাত্রে রেখে দিতে হবে।তিন চামচ তেল রেখে বাকি কোপ্তা ভাজার তেল তুলে রেখে গরম মশলা ফোড়ণ দিতে হবে।তারপর আদা রসুন বাটা টা তেলে দিতে হবে

  5. 5

    এবার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো বাটা, লবণ,চিনি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।এবার মশলাটা ভাজা হয়ে গেলে গরম জল দিয়ে ফোটাতে হবে।ফুটে গেলে কোপ্তাগুলো দিয়ে দু মিনিট ফোটাতে হবে।

  6. 6

    ফুটে গেলে গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দুমিনিট রেখে দিতে হবে।এবার তৈরি হয়ে যাবে আলুর কোপ্তা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ria Ghosh
Ria Ghosh @cook_26727071

মন্তব্যগুলি

Similar Recipes