লাউ কোফতা কারি(Veg Bottle guard Kofta curry recipe In Bengali)

Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১

#GA4
#Week20
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি আরো একটা শব্দ "কোফতা" বেছে নিলাম। নিরামিষ এই রেসিপি টি সব কিছুর সাথে খেতে দারুন লাগে।

লাউ কোফতা কারি(Veg Bottle guard Kofta curry recipe In Bengali)

#GA4
#Week20
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি আরো একটা শব্দ "কোফতা" বেছে নিলাম। নিরামিষ এই রেসিপি টি সব কিছুর সাথে খেতে দারুন লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৫০০ গ্রাম কচি লাউ
  2. ২ টি গাজর
  3. ৩ টি টমেটো
  4. ৪ টি কাঁচা লঙ্কা
  5. ১ টেবিল চামচ আদা পেস্ট
  6. ৩ টেবিল চামচ নারকেল বাটা
  7. ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  8. ১ টেবিল চামচ জিরে গুঁড়ো
  9. ১ টেবিল চামচ ধনে গুঁড়ো
  10. ১ চা চামচ গরমমশলা গুঁড়ো
  11. ১ চা চামচ গোটা জিরে
  12. ২ টুকরো দারচিনি
  13. ২ টি ছোট এলাচ
  14. ২ টি লবঙ্গ
  15. ১ টি শুকনো লঙ্কা
  16. স্বাদ মতো লবণ
  17. ১ টেবিল চামচ চিনি(অপশনাল)
  18. পরিমাণ মতো তেল (সরষে বা সাদা)
  19. প্রয়োজন মতো জল
  20. ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  21. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  22. ১ কাপ বেসন
  23. ২ টেবিল চামচ ছোলার ছাতু
  24. ১ টেবিল চামচ কনফ্লাউয়ার (অপশনাল)

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে লাউ,গাজর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে একটা পাত্রে নিতে হবে। নারকেল আর টমেটো কাঁচালঙ্কা মিক্সিতে পিষে নিতে হবে।

  2. 2

    এবার ওর মধ্যে বেসন, ছাতু, ১চা চামচ হলুদ গুঁড়ো, ১চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, আদা বাটা ১ টেবিল চামচ লবণ,১ টেবিল চামচ কনফ্লাউয়ার ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে।

  3. 3

    গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম হলে ওর মধ্যে সরষে তেল দিয়ে ভালো করে গরম হলে মিশ্রন এর থেকে একটু একটু করে নিয়ে গোল করে তেলে ভেজে তুলে নিতে হবে সব কোফতা গুলো।

  4. 4

    ঐ তেলে গোটা জিরে,শুকনো লঙ্কা, গোটা গরম মসলা দিয়ে নারকেল বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে লো আঁচে ।এবার টমেটো পিউরি টা কড়াই এ দিয়ে ভালো করে নাড়তে হবে। কাঁচা ভাব কাটলে ওর মধ্যে লবণ,বাকি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ফুটতে দিতে হবে।

  5. 5

    ৫ মিনিট এর পর জল একটু শুকিয়ে আসলে চিনি আর গরম মসলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে কোফতা গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে একটা চাপা দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  6. 6

    এবার একটা প্লেটে সাজিয়ে পরিবেশন এর জন্য তৈরি আমার নিরামিষ লাউ এর কোফতা কারি। গরম গরম রুটি, পরোটা, ভাতের সাথে অসাধারণ লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১
আমি রান্না করতে খুব ভালো বাসি। প্রতিটি রান্না আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি।
আরও পড়ুন

Top Search in

Similar Recipes