চিকেন কোফতা কারি(chicken kofta curry recipe in Bengali)

Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে।
Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে। @cook_sampa1974

#GA4
#Week10
এই সপ্তাহের পাজল বক্স থেকে আমি কোফতা বেছে নিয়েছি। আমি চিকেন কোফতা কারি বানিয়েছি।

চিকেন কোফতা কারি(chicken kofta curry recipe in Bengali)

#GA4
#Week10
এই সপ্তাহের পাজল বক্স থেকে আমি কোফতা বেছে নিয়েছি। আমি চিকেন কোফতা কারি বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

3 জন
  1. কোফতার জন্য
  2. 250 গ্রামচিকেন কিমা
  3. 1/4 কাপপেঁয়াজ কুচি
  4. 2 টেবিল চামচধনেপাতা কুচি
  5. 2 টো কাঁচালঙ্কাকুচি করা
  6. স্বাদমতনুন
  7. 1 টেবিল চামচঘি
  8. 2 টেবিল চামচছাতু
  9. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  10. 1 টেবিল চামচপোস্তো বাটা
  11. পরিমান মতসাদা তেল
  12. গ্রেভির জন্য
  13. 1/4 কাপপেঁয়াজ কুচি
  14. 1/2 কাপপেঁয়াজ বাটা
  15. স্বাদমতনুন
  16. 1/2 চা চামচহলুদ
  17. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  18. 1 চা চামচধনে গুঁড়ো
  19. 1 চা চামচজিরে গুঁড়ো
  20. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  21. 2 টেবিল চামচধনেপাতা কুচি
  22. 1/2 চা চামচজিরে
  23. 3 টেছোটো এলাচ
  24. 1 টুকরোদারচিনি
  25. 4 টেলবঙ্গ
  26. 1/4 কাপসাদা তেল
  27. 3 টেবিল চামচটক দই
  28. 1 টেবিল চামচআদা রসুন বাটা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন কিমা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়ে একটা মিক্সিং বোলে নিয়ে কোফতা বানানোর সব উপকরন গুলো দিয়ে ভালোকরে মিক্স করে ওর থেকে অল্প অল্প করে নিয়ে কোফতার আকারে গড়ে নিতে হবে

  2. 2

    এবার কড়ায় পরিমান মত তেল দিয়ে গরম হলে ওতে কোফতা গুলো মিডিয়াম আঁচে গোল্ডেন করে ভেজে তুলে নিতে হবে

  3. 3

    এবার ঐ কড়াই থেকে তেল কিছুটা কমিয়ে নিয়ে 1/4 কাপ মত রেখে ওতে জিরে, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোঁড়ন দিয়ে গন্ধ বেরোলে ওতে পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে ওতে পেঁয়াজ কুচি দিয়ে কষাতে হবে

  4. 4

    এবার ওতে আদা রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালোকরে কষাতে হবে

  5. 5

    অল্প অল্প করে জল দিয়ে দিয়ে 10 মিনিট লো ফ্লেমে মশলা কষাতে হবে। 10 মিনিট পর ফেটানো টক দই দিয়ে আবার কষাতে হবে

  6. 6

    এবার ওতে চিকেন কোফতা গুলো দিয়ে একটু কষিয়ে পরিমান মত গরম জল দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করতে হবে

  7. 7

    মাঝে মাঝে এক দুবার নেড়ে দিতে হবে। এবার কোফতা গুলো নরম হয়ে গেলে আর গ্রেভি একটু ঘন হয়ে আসলে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে

  8. 8

    এবার গরম গরম ভাত, রুটি, পরোটা অথবা পোলাও এর সাথে সার্ভ করতে হবে। আমি এখানে গরম সাদা ভাতের সাথে সার্ভ করেছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today

Similar Recipes