ক্যারামেলাইজড পুডিং (caramalised pudding recipe in Bengali)

Mrinalini Saha
Mrinalini Saha @9856mili

#১লাফেব্রুয়ারি
পুডিং খুবই সুস্বাদুকর একটি খাবার আর তা যদি ক্যারামেলাইজড করা হয় তাহলে আর কোনও কথা হয় না তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় ।

ক্যারামেলাইজড পুডিং (caramalised pudding recipe in Bengali)

#১লাফেব্রুয়ারি
পুডিং খুবই সুস্বাদুকর একটি খাবার আর তা যদি ক্যারামেলাইজড করা হয় তাহলে আর কোনও কথা হয় না তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
6জনের জন্য
  1. 1 বাটিঘন দুধ
  2. 1/2 বাটিচিনি
  3. 2 টিডিম
  4. 1 চা চামচজল

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    প্রথমে পেনে 3চামচ চিনি ও 1চামচ জল দিয়ে গুলে মিডিয়াম আচে বসিয়ে নাড়তে থাকি ।তারপর তা ফুটে আস্তে আস্তে গাঢ় হয়ে লালচে বাদামি হয়ে ক্যারামেলাইজড হয়ে গেলে একটি বাটিতে ঢেলে রাখি

  2. 2

    তারপর আরেকটি বাটিতে ডিম ফেটিয়ে তাতে কম গরম ঘন দুধ আর বাকি চিনি ঢেলে দিয়ে ভাল করে মিশিয়ে ক্যারামেলাইজড করে ঢেলে রাখা বাটিতে আস্তে আস্তে ঢেলে রাখি

  3. 3

    তারপর একটি কড়াই গ্যাসে বসিয়ে তাতে পেপার টাওয়েল দিয়ে তার উপরে ঘন দুধ ও ডিমের মিশ্রণের বাটিটা বসিয়ে কড়াইতে জল দিয়ে রাখি মিশ্রণের বাটির মাঝ লেবেল অব্দি

  4. 4

    কড়াই র জল ফুটে উঠলে আরও 10মিনিট ঢাকা দিয়ে রাখি মিডিয়াম আচে

  5. 5

    10মিনিট পর ঢাকা খুলে একটি টুথপিক তৈরি হওয়া পুডিং এর ভিতরে ঢুকিয়ে পরীক্ষা করে দেখি পুডিং তৈরি সম্পূর্ণ হয়েছে কিনা । যদি টুথপিকের গাঁয়ে কিছু লেগে না থাকে পরিষ্কারভাবে বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে হয়ে গেছে পুডিং

  6. 6

    তারপর বাটিটা কড়াই থেকে বের করে হাল্কা ঠাণ্ডা হলে একটি প্লেটের উপরে বাটিটা উল্টিয়ে রেখে একটু ঝাঁকুনি দিলেই পাওয়া যাবে তৈরি করা ক্যারামেলাইজড পুডিং 😊তারপর সাজিয়ে পরিবেশন😍

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mrinalini Saha
Mrinalini Saha @9856mili

Similar Recipes