মোগলাই পরোটা (Moglai paratha recipe in Bengali)

Nivedita Sarkar
Nivedita Sarkar @pinkycook_26416947

রেসিপি চ্যালেঞ্জ
#১লাফেব্রুয়ারি
#মোগলাইপরোটা
আমি রেসিপি চ্যালেঞ্জ থেকে মোগলাই বেছে নিয়ে, মোগলাই বানিয়েছি।

মোগলাই পরোটা (Moglai paratha recipe in Bengali)

রেসিপি চ্যালেঞ্জ
#১লাফেব্রুয়ারি
#মোগলাইপরোটা
আমি রেসিপি চ্যালেঞ্জ থেকে মোগলাই বেছে নিয়ে, মোগলাই বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১/২ ঘণ্টা
৪ জনের জন্য
  1. ১০ টি বাদাম
  2. ১/৩ চা চামচচিনি
  3. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  4. ২ চা চামচ সরিষার তেল
  5. স্বাদ মতনুন
  6. ৫-৬ চা চামচ বিস্কুটের গুঁড়ো
  7. ৪ টি ডিম
  8. ২ কাপ ময়দা
  9. ২ টি পেঁয়াজ
  10. ৪ টি কাঁচা লঙ্কা
  11. ১ টেবিল চামচসাদা তেল
  12. ২ চা চামচ নারকেল কুচি

রান্নার নির্দেশ সমূহ

১/২ ঘণ্টা
  1. 1

    প্রথমে ময়দা তে ৪ চা চামচ সাদা তেল,অল্প চিনি,স্বাদ মত নুন দিয়ে ভালো করে মেখে রাখবো।

  2. 2

    মেখে রাখা ময়দার লেচি কেটে নেবো বড়ো বড়ো করে।ওপর থেকে আবার সাদা তেল ভালো করে লাগিয়ে রেখে দেবো ১ ঘণ্টা।

  3. 3

    তারপর একটা কড়াইতে সর্ষার তেল গরম করে তাতে পেয়াজ কুচি,লঙ্কা কুচি,হলুদ গুরো নুন,অল্প চিনি,দিয়ে ভেজে নেবো,পেয়াজ টা একটু ভাজা হয়ে গেলে ভেজে রাখা নারকেল, বাদাম, ও বিস্কুট এর গুরো দিয়ে,অল্প জলের ছিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো। মোগলাই এর পুর টা রেডী হয়ে গেলে।

  4. 4

    মেখে রাখা ময়দা দিয়ে বড়ো করে রুটি বেলে নিতে হবে,তাতে পুর দেবো আর সঙ্গে একটা ডিম ফেটিয়ে তাতে নুন হলুদ মিক্স করে পুরের সঙ্গে দিয়ে গোটা রুটিতে লাগাতে হবে।

  5. 5

    আবার চারি দিক দিয়ে রুটি টাকে ভালো করে মুরে দিতে হবে।

  6. 6

    খুব সাবধান মত মোগলাই টাকে তুলে প্যান এ তেল দিয়ে ভেজে নিতে হবে খুব কম আঁচে।

  7. 7

    মোগলাই এর দুই দিকে ভালো করে লাল করে ভাজা হলে,চারি দিক টাকে ও ভালো করে ভেজে নিতে হবে।আমর মোগলাই পরিবেশনের জন্য রেডী।

  8. 8

    আমি আলুর দাম এর সঙ্গে পরিবেশন করেছি দারুন টেস্টি হয়েছে।তোমরাও একবার ট্রাই করে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nivedita Sarkar
Nivedita Sarkar @pinkycook_26416947

Similar Recipes