রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2 জন
  1. 1 টা বড় প্যাকেট ওরিও বিস্কুট
  2. 1 টেবিল চামচফ্রেশ ক্রিম
  3. 1 চা চামচডেসিকেটেড কোকোনাট
  4. 1 চা চামচকাজু কুচি
  5. 1 চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে বিস্কুট থেকে ক্রিম আলাদা করে নিতে হবে

  2. 2

    এবার বিস্কুট গুলো গুঁড়ো করে নিতে হবে

  3. 3

    এবার ক্রিমের সাথে ডেসিকেটেড কোকোনাট আর কাজু কুচি দিয়ে ভালোকরে মিক্স করে পুর বানিয়ে নিতে হবে

  4. 4

    এবার বিস্কুট গুঁড়োর সাথে ফ্রেশ ক্রিম মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে।

  5. 5

    এবার একটা মোদক মোল্ড এ ঘি লাগিয়ে বন্ধ করে ওর ভেতরে বিস্কুটটের ডো থেকে অল্প একটু নিয়ে দিয়ে আঙুল দিয়ে চেপে একটু গর্ত করে ওতে ঐ ক্রিম এর পুর ভরে আবার একটু বিস্কুটের ডো দিয়ে ভালোকরে চেপে মোদকের শেপ দিয়ে সব গুলো মোদক বানিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today

Similar Recipes