এগ লেস ভ্যানিলা কেক(Egg less vanilla cake recipe in Bengali)

Debjani Paul
Debjani Paul @bake0clock

#GA4
#week22
আমি এই বারে এগলেস বেছে নিয়েছি।

এগ লেস ভ্যানিলা কেক(Egg less vanilla cake recipe in Bengali)

#GA4
#week22
আমি এই বারে এগলেস বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪জনের জন্য
  1. ২কাপ ময়দা
  2. ১কাপ সাদা তেল
  3. ২কাপ চিনি
  4. ২কাপ দুধ
  5. ১ চা চামচ বেকিং পাউডার
  6. ১/২ চা চামচ খাবার সোডা
  7. ১ চা চামচ ভেনিলা এসেন্স
  8. ১ চা চামচ কোকো পাউডার
  9. ১ চা চামচ ভিনিগার
  10. ২ কাপ হুইপিং ক্রিম
  11. ১/২কাপ চিনি গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    সব শুকনো উপকরন চেলে নিতে হবে।

  2. 2

    খাবার সোডা, বেকিং পাউডার, ভিনিগার মেশাতে হবে।

  3. 3

    তেল, চিনি, দুধ, ভেনিলা মিশিয়ে ফেটাতে হবে।

  4. 4

    ইচছা হলে খেজুর গুড় মেশাতে পার।

  5. 5

    ওভেন ১০মিনিট পৃ হিট করে, ২৫মিনিট ব্যটার টা বেকিং করতে হবে। তারপর বের করে ঠান্ডা হতে দাও।

  6. 6

    হুইপ ক্রিম আর গুড়ো চিনি মিশিয়ে বিটার দিয়ে ফেটিয়ে ক্রিম তৈরি করে নিয়ে যেমন খুশি সাজিয়ে পরিবেশন কর।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debjani Paul
Debjani Paul @bake0clock

Similar Recipes