ডিমের অমলেট(dimer omelette recipe in bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#GA4
#Week 22
এই সপ্তাহের গোল্ডেন এপ্রনের ধাঁধা থেকে অমলেট বেছে নিয়ে বানিয়েছি ডিমের অমলেট ।

ডিমের অমলেট(dimer omelette recipe in bengali)

#GA4
#Week 22
এই সপ্তাহের গোল্ডেন এপ্রনের ধাঁধা থেকে অমলেট বেছে নিয়ে বানিয়েছি ডিমের অমলেট ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১২ মিনিট
৩ জন
  1. ৩ টে ডিম
  2. ১ টি পেয়াঁজ
  3. ১ টি টমেটো
  4. ৪ টি লঙ্কা কুচি করা
  5. ১টি আলু সেদ্ধ করা
  6. ১/২ চা চামচ নুন
  7. ১/২ চা চামচ আদা কুচি
  8. ৩ টেবিল চামচ সাদা তেল
  9. ১টি টমেটো সাজানোর জন্যে

রান্নার নির্দেশ সমূহ

১২ মিনিট
  1. 1

    প্রথমে পেয়াঁজ,টমেটো কুচিয়ে নিয়েছি।আলু সেদ্ধ করে টুকরো করে নিয়েছি।লঙ্কা,আদা কুচি করে নিয়েছি।

  2. 2

    এবার ডিম ভেঙ্গে একটি বাটিতে নিয়ে নুন,লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো,পেয়াঁজ ও আলু কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি।

  3. 3

    এবার ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়ে মিডিয়াম আচে ফেটানো ডিম ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। যাতে একপাশ ভাজা হয়ে যায় ।

  4. 4

    আচ এই সময় ঢিমে রাখতে হবে যাতে পুরে না যায়।৫ মিনিট বাদে ঢাকা খুলে নিয়ে একপাশ ভাজা হয়ে গেলে একটা প্লেট প‍্যানের ওপরে দিয়ে আস্তে করে উল্টিয়ে নিয়ে আবার প‍্যানে দিয়ে উল্টো দিকটা ও ভেজে নিতে হবে, আবার ঢাকা দিয়ে রাখতে হবে, মিনিট ৫ মতো।

  5. 5

    এবার উল্টো দিকে ভাজা হয়ে এলে গ‍্যাস নিভিয়ে আরও একটু সময় ঢাকা দিয়ে রাখতে হবে।এবার প্লেটে দিয়ে গোলকরে কেটেপেয়াঁজ ও টমেটোর সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes