সেজোয়ান সস (schezwan sauce recipe in Bengali)

Sampa Banerjee
Sampa Banerjee @sam1971
Vaishali, Ghaziabad

#GA4
#week22
এবারে GA 4 এর 22তম সপ্তাহে আমি বানালাম সেজোয়ান সস্। আর বাজার থেকে কিনতে হবে না। প্রিজারভেটিভ মুক্ত এই সস্ অনায়াসে আপনার বাড়িতে ফিজে থেকে যাবে 1মাস।

সেজোয়ান সস (schezwan sauce recipe in Bengali)

#GA4
#week22
এবারে GA 4 এর 22তম সপ্তাহে আমি বানালাম সেজোয়ান সস্। আর বাজার থেকে কিনতে হবে না। প্রিজারভেটিভ মুক্ত এই সস্ অনায়াসে আপনার বাড়িতে ফিজে থেকে যাবে 1মাস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট।
10 জন।
  1. 100 গ্রামলাল শুকনো লঙ্কা
  2. 50 গ্রামরসুন
  3. 25 গ্রামআদা
  4. 1/2 কাপসেলারি বা ধনে পাতার ডাঁটা কুচনো
  5. 4টেবিল চামচ সাদা তেল
  6. 1/2 কাপভিনিগার
  7. 1/2 চা চামচনুন।
  8. 1/2 কাপটমেটো কেচাপ
  9. 1/2 লিটারগরম জল
  10. 1/2 কাপঠান্ডা জল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট।
  1. 1

    প্রথমে, সব উপকরণ সাজিয়ে নিন। আর শুকনো লংকার বীজ বার করে, গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    এবারে, ভেজানো লঙ্কা একটা গ্রাইন্ডারে ব্লেন্ড করে ছবির মতো পেস্ট করতে হবে। প্যানে তেল গরম করতে হবে।

  3. 3

    তেল গরম হলে, রসুন কুচি আর আদা কুচি আর নুন দিয়ে 5 মিনিট হালকা করে ঢিমে আঁচে ভাজতে হবে।

  4. 4

    এরপর, লংকার পেস্ট দিয়ে 5 মিনিট নেড়ে, ধনে পাতার ডাঁটা কুচোন টা দিয়ে 2 মিনিট নেড়ে, টমেটো কেচাপ মিশিয়ে দিতে হবে। আর দিতে হবে ভিনিগার।

  5. 5

    এবারে, সস্ টাকে ঢিমে আঁচে 5 মিনিট ঢেকে রান্না করতে হবে। 5 মিনিট বাদে, সস্ থেকে তেল ছেড়ে গেলেই গ্যাস বন্ধ করে দিতে হবে। এরমানে, সেজোয়ান সস্ তৈরি। ঠান্ডা হলে, শুকনো কাঁচের জারে ভরে ফ্রিজে রেখে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sampa Banerjee
Sampa Banerjee @sam1971
Vaishali, Ghaziabad
I am a writer, a classical singer and a passionate chef..
আরও পড়ুন

Similar Recipes