ক্রিস্পি চিকেন ফ্রাই ইন সেজোয়ান  সস(Crispy chicken fry in schezwan sauce recipe in Bengali)

Jolly Sadhu
Jolly Sadhu @Jolly123

#SS
#আমার পছন্দের রেসিপি

আমরা চিলি চিকেন কম বেশি সবাই পছন্দ করি। সেজুয়ান সস্ দিয়ে চিকেন এর এই ডিশ টা খুব ভালো হয়।

ক্রিস্পি চিকেন ফ্রাই ইন সেজোয়ান  সস(Crispy chicken fry in schezwan sauce recipe in Bengali)

#SS
#আমার পছন্দের রেসিপি

আমরা চিলি চিকেন কম বেশি সবাই পছন্দ করি। সেজুয়ান সস্ দিয়ে চিকেন এর এই ডিশ টা খুব ভালো হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

ম্যারিনেসান -২ঘন্টা + ১‌ঘন্টা
৪ জন
  1. ১/২ কেজিচিকেন
  2. ২ চা চামচ আদা বাটা
  3. ৩ চা চামচ রসুন বাটা
  4. ২ চা চামচ রসুন কুচি
  5. ১টা বড় পেঁয়াজ কুচি
  6. ১ টা ক্যাপ্সিকাম কুচি
  7. ২চা চামচ কাঁচা লঙ্কা কুচি
  8. ১ চা চামচ সয়া সস
  9. ২ চা চামচ চিলি সস
  10. ২চা চামচভিনিগার
  11. ৪ টেবিল চামচ সেজোয়ান সস
  12. ২ চা চামচ টমেটো কেচাপ
  13. ২চা চামচলঙ্কা গুঁড়ো
  14. ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  15. ৩ টেবিল চামচ ময়দা
  16. ১ টেবিল চামচ শুকনো খোলায় ভাজা সাদা তিল
  17. স্বাদ মতনুন
  18. পরিমাণ মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

ম্যারিনেসান -২ঘন্টা + ১‌ঘন্টা
  1. 1

    চিকেন এর টুকরো গুলোতে আদা- রসুন বাটা, চিলি সস্,সয়া সস্, ভিনিগার, লঙ্কা গুঁড়ো ‌আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে ২ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে।

  2. 2

    ২ ঘন্টা পরে চিকেন এর সাথে কর্নফ্লাওয়ার আর ময়দা মাখিয়ে নিতে হবে। এবার কড়াই তে সাদা তেল গরম করে চিকেন এর টুকরো গুলো লাল আর কৃস্পি করে ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    কড়াই তে ২ টেবিল চামচ তেল গরম করে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ২ মিনিট ভেজে ক্যাপ্সিকাম কুচি দিয়ে ভাজতে হবে। এবার সেজুয়ান সস্,টম্যাটো কেচাপ মিশিয়ে নেড়েচেড়ে নিতে হবে।

  4. 4

    এবার এর মধ্যে চিকেন ফ্রাই গুলো দিয়ে ভালো করে সস্ এর সাথে মিলিয়ে নিতে হবে। এতে জল দেওয়া যাবে না ।উপর থেকে ভাজা সাদা তিল ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jolly Sadhu
Jolly Sadhu @Jolly123

Similar Recipes