কাবাব স্যান্ডউইচ পিজ্জা (kabab sandwich pizza recipe in Bengali)

Raktima Kundu
Raktima Kundu @KhongBongDhong
Kolkata

কাবাব স্যান্ডউইচ পিজ্জা (kabab sandwich pizza recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. পুদিনা চাটনির জন্য :-
  2. ১/৪ কাপ পুদিনা পাতা কুচি
  3. ১/২ কাপ ধনেপাতা কুচি
  4. ১ টাকাঁচা লঙ্কা
  5. ২ কোয়া রসুন
  6. ১ চা চামচ চিনি
  7. স্বাদ মত নুন
  8. ১ টেবিল চামচ হাং কার্ড
  9. পিজ্জা ব্রেডের জন্য :-
  10. ২ কাপ ময়দা
  11. ১ কাপ দুধ
  12. ২ চা চামচ ইস্ট
  13. স্বাদ মত নুন
  14. ৩ টেবিল চামচ সাদা তেল
  15. কাবাবের জন্য :-
  16. ২০০ গ্রাম বোনলেস চিকেন
  17. ২ টেবিল চামচ পুদিনার চাটনি
  18. ১ টেবিল চামচ গুঁড়ো দুধ
  19. স্বাদমত নুন
  20. ১ টেবিল চামচসর্ষের তেল
  21. ১ টেবিল চামচ সাদা তেল
  22. ১ টেবিল চামচ বাটার / মাখন
  23. অন্যান্য :-
  24. ১/২ কাপ গ্রেটেড চীজ
  25. ১ টি হার্ট শেপের লাল ক্যাপসিকামের টুকরো
  26. ৩ টেবিল চামচ টমেটো সস
  27. ১ টেবিল চামচ চিলি ফ্লেক্স
  28. ১ টেবিল চামচ মিক্সড হার্বস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পিজ্জা ব্রেডের জন্য, প্রথমে ইস্ট ও চিনি হাল্কা গরম দুধে গুলে ১০ মিনিট ঢেকে রাখতে হবে। এতে ইস্ট অ্যাকটিভেট হবে। এবারে এই দুধ ময়দা মিশিয়ে প্রায় ১৫-২০ মিনিট ধরে ডলে ডলে মাখতে হবে। প্রথমে ময়দা হাতে লেগে আসবে, ছাড়তে চাইবেনা, অল্প অল্প করে তেল দিয়ে মাখতে হবে ।

  2. 2

    আস্তে আস্তে ময়দা আর হাতে চিটবেনা, তখন বুঝতে হবে যে ময়দা মাখা তৈরী। একে একটি তেল মাখানো পাত্রে ঢেকে কোন গরম জায়গায় রাখতে হবে ২-৩ ঘন্টা, এতে ময়দা ফুলে উঠবে। এই সময় নুন না দিলেই ভালো, নুন ইস্টের কাজের ক্ষমতা কমিয়ে দেয়। ২-৩ ঘন্টা পর ময়দা ফুলে উঠলে আবার তাকে ভালো করে নাড়াচাড়া করে, নুন মিশিয়ে আবার মাখতে হবে।

  3. 3

    পুদিনার চাটনির জন্য, পুদিনাপাতা, ধনেপাতা, নুন, চিনি, লঙ্কা, রসুন, হাং কার্ড একসাথে পেস্ট করে নিতে হবে।

  4. 4

    এই পুদিনার চাটনিতে গুঁড়ো দুধ, নুন, সরষের তেল মিশিয়ে চিকেন দিয়ে সারারাত (৮-১০ ঘন্টা) ফ্রিজে ম্যারিনেট করে রাখতে হবে। এরপর ফ্রাইং প্যানে বাটার ও সাদা তেল মিশিয়ে গরম করে ম্যারিনেটেড চিকেনগুলো সেঁকে নিয়ে আগুনে পুড়িয়ে নিলেই কাবাব তৈরী।

  5. 5

    এবারে পিজ্জা ব্রেড থেকে হার্টের মত দুটো টুকরো কেটে নিয়ে একটার চারধার দিয়ে টমেটো সস, চিলি ফ্লেক্স, মিক্সড হার্বস ছড়িয়ে আর আরেকটাকে ছবিতে যেমন দেখানো হয়েছে সেভাবে ৮ টা দাগ কেটে নিতে হবে যাতে দাগের শেষ প্রান্ত হার্টের শেপে হয়। এবারে সস দেওয়া ব্রেডের ওপর কাটা ব্রেডটা রেখে ৮ ভাগের প্রতি ভাগে চিকেন কাবাব, পুদিনার চাটনি, গ্রেটেড চিজ দিয়ে ঠিক যেভাবে ছবিতে দেখানো হয়েছে সেভাবে মাঝখান থেকে তুলে নিয়ে ৮ দিক দিয়ে মুড়ে দিতে হবে।

  6. 6

    মোড়ানোর পর মাঝে তৈরী হওয়া হার্ট শেপে টমেটো সস, চিলি ফ্লেক্স, মিক্সড হার্বস, ছড়িয়ে গ্রেটেড চিজ ছড়িয়ে প্রিহিটেড ইলেকট্রিক তন্দুরে ৩ মিনিট বেক করে তারপর মাঝে লাল ক্যাপ্সিকাম ও গ্রেটেড চিজ দিয়ে আবার ২ মিনিট বেক করে নিয়েছি। তাহলেই তৈরী কাবাব স্যান্ডউইচ পিজ্জা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Raktima Kundu
Raktima Kundu @KhongBongDhong
Kolkata

Similar Recipes