পটেটো পিজ্জা(potato pizza recipe in Bengali)

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

#আমারপছন্দেররেসিপি
#বৃষ্টিচ্ছাস

পটেটো পিজ্জা(potato pizza recipe in Bengali)

#আমারপছন্দেররেসিপি
#বৃষ্টিচ্ছাস

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 সারভিংস
  1. 2টো আলু
  2. 1টা পেঁয়াজ
  3. 1টা টমেটো
  4. 1টা (ছোট) ক্যাপ্সিকাম
  5. 2টেবিল চামচ পিজ্জা সস
  6. 11/2টেবিল চামচ পেরি পেরি মশলা
  7. 1টেবিল চামচ মিক্সড হার্ব
  8. 4টো কাঁচা লঙ্কা
  9. 1টেবিল চামচ বিটনুন
  10. 1টা ডিম
  11. 1টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
  12. 1/2 কাপচীজ
  13. 3টেবিল চামচ বাটার / মাখন
  14. 5 টুকরোবোনলেস চিকেন
  15. 1টেবিল চামচ টমেটো সস
  16. 1/2টেবিল চামচ সয়া সস
  17. 1/4টেবিল চামচ হলুদ গুঁড়ো
  18. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    আলু হাঁপ সিদ্ধ করে গ্রেড করে নিতে হবে ।

  2. 2

    একটা বড় পাত্রে গ্রেড করা আলু, 1/2 পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, 1/2 ক্যাপ্সিকাম কুচি,বিটনুন, 1 টেবিল চামচ পিরি পিরি মশলা, ডিম,2 টেবিল চামচ চিজ,1/2 টেবিল চামচ মিক্সড হার্ব ও কর্ণ ফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে ।

  3. 3

    প্যানে বাটার গরম করে আলুর মিশ্রণ দিয়ে পাতিয়ে দিতে হবে ।

  4. 4

    লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট ভেজে নিতে হবে ।

  5. 5

    সাবধানে একটা পাত্রে নিতে হবে । আবারও প্যানে বাটার দিয়ে যে পাশ ভাজা হয়নি সেই পাশ দিতে হবে ।

  6. 6

    বোনলেস চিকেন টুকরো করে টমেটো সস, সোয়াসস্, সামান্য হলুদ ও সামান্য নুন দিয়ে মাখিয়ে রাখতে হবে ।

  7. 7

    কড়াইতে অল্প বাটার গরম করে চিকেন টুকরো গুলো লো ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে ।

  8. 8

    উপরের দিকে পিজা সস লাগিয়ে দিতে হবে ।

  9. 9

    ক্যাপ্সিকাম, বিচ ফেলে টমেটো লম্বা করে কেটে নিতে হবে । পেঁয়াজ ত্রিকোণ করে কেটে নিতে হবে ।কাঁচা লঙ্কা কুচি করে নিতে হবে ।

  10. 10

    পিজা সসের উপরে ক্যাপ্সিকাম, টমেটো, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে ।

  11. 11

    গ্রেড করা চিজ দিতে হবে । মিক্সড হার্ব, পিরি পিরি মশলা দিতে হবে ।

  12. 12

    চিকেন টুকরো গুলো দিয়ে আবারও 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে ।

  13. 13

    তারপর ওভেন বন্ধ করে দিতে হবে । তৈরী হয়ে যাবে পটেটো পিজা। গরম গরম পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

Similar Recipes