হেল্দি ব্রেড টোস্ট (Healthy Bread Toast recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#GA4 #week23
আমি এই ধাঁধা থেকে টোস্ট কথাটি বেছে নিয়েছি । ব্রেড বা পাউরুটির উপর সূজি দই ,কয়েকটি সবজি ও মশলা দিয়ে তৈরী করেছি মচমচে স্বাস্থ্যকর ব্রেড টোস্ট | বাচ্চাদের নিত্য নূতন জলখাবারের চাহিদা মেটাতে এই সবজি দই সূজির মেলবন্ধনে তৈরী রেসিপিটি সত্যিই অনবদ্য,মুখ রোচক এবং স্বাস্থ্যকর | পেট ভরাতে ও এটি অদ্বিতীয় |তাই দেরী কেন আজই করে ফেলুন এই চট জলদি পদটি |

হেল্দি ব্রেড টোস্ট (Healthy Bread Toast recipe in Bengali)

#GA4 #week23
আমি এই ধাঁধা থেকে টোস্ট কথাটি বেছে নিয়েছি । ব্রেড বা পাউরুটির উপর সূজি দই ,কয়েকটি সবজি ও মশলা দিয়ে তৈরী করেছি মচমচে স্বাস্থ্যকর ব্রেড টোস্ট | বাচ্চাদের নিত্য নূতন জলখাবারের চাহিদা মেটাতে এই সবজি দই সূজির মেলবন্ধনে তৈরী রেসিপিটি সত্যিই অনবদ্য,মুখ রোচক এবং স্বাস্থ্যকর | পেট ভরাতে ও এটি অদ্বিতীয় |তাই দেরী কেন আজই করে ফেলুন এই চট জলদি পদটি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ +১০ মিনিট
২জন
  1. ৪ পিস ব্রেড /পাউরুটি
  2. ২ চা চামচ সুজি
  3. ২ চা চামচ টকদই
  4. ২ চা চামচ পেঁয়াজ কুচি
  5. ২ চা চামচ টমেটো কুচি
  6. ১টুকরাআলু সেদ্ধ
  7. ১o-১২ টা মটরশুঁটি সেদ্ধ
  8. ১/২শসা গ্রেট করা
  9. ১টি কাঁচালংকা কুচি
  10. ১টুকরা আদা গ্রেট করা
  11. ২ চা চামচ ধনে পাতা কুচি
  12. ১টুকরা গাজর গ্রেট করা
  13. ২ চা চামচ মাখন
  14. ১ চা চামচ সাদা তেল
  15. ১ চা চামচ চাট মশলা
  16. ১ চা চামচ বীট নুন
  17. ১চিমটি চিনি
  18. ১ চা চামচ নুন
  19. ১/২ চা চামচ গোলমরিচ
  20. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়া
  21. ১চিমটি অরিগ্যানো
  22. প্রয়োজন মতো সাজানোর জন্য ~ মটরশুটি আলু সেদ্ধ, গাজর, শসা,টমেটো স্লাইস |
  23. ২ চা চামচ টমেটো সস

রান্নার নির্দেশ সমূহ

২০ +১০ মিনিট
  1. 1

    প্রথমে সূজি,জল ঝরানো টকদই,অরিগ্যানো, চাট মশলা, নুন, চিনি, দিয়ে কিছুক্ষণ মেখে রাখতে হবে | এবারসেদ্ধ করা আলু মটর, গাজর ইত্যাদি মশলাও সব সবজি একসাথে নিয়ে মেখে রাখতে হবে |

  2. 2

    মিশ্রণ টা ২০ মিনিট ঢেকে রাখতে হবে |

  3. 3

    ব্রেড গরম করে সামান্য মাখন বুলিয়ে,সূজি দই এর মিশ্রন তাতে পেস্টের মত লাগিয়ে নিতে হবে |

  4. 4

    ফ্রাই প্যানে ১ চা তেল ও ১ চা মাখন গরম করে পেস্ট লাগানো দিকটা মাখনের উপর দিয়ে প্যান ঢাকা দিয়ে ১ মিনিট রাখতে হবে ৷১ মিনিট পর ব্রেডের উল্টো দিকে সামান্য মাখন লাগিয়ে উল্টে দিতে হবে এবং কড়া করে সেঁকে বা টোস্ট করে নিতে হবে |

  5. 5

    এবার ব্রেড টোস্ট একটু ঠান্ডা করে নিকোণা করে কেটে আরো কিছু সেদ্ধ আলুর স্লাইস,মটরশুটি, গাজর শসা টমেটোর স্লাইস এবং টমেটো সস ও নুন গোলমরিচ দিয়ে পরিবেশন করলেই রেডি গরমাগরম হেল্দি ব্রেড টোস্ট | এটি জলখাবার হিসাবে খুবই লোভনীয় এবং স্বাস্থ্যকর রেসিপি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes