মটরডাল-চিংড়ি দিয়ে পেঁপের ঘন্ট (Motordal-chighri diye peper ghanto recipe in Bengali)

Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

#GA4
#Week23
এবারের ধাঁধা থেকে আমি পেঁপে ( Papaya ) বেছে নিয়েছি ।

মটরডাল-চিংড়ি দিয়ে পেঁপের ঘন্ট (Motordal-chighri diye peper ghanto recipe in Bengali)

#GA4
#Week23
এবারের ধাঁধা থেকে আমি পেঁপে ( Papaya ) বেছে নিয়েছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 টি ছোট পেঁপে
  2. 2 টিআলু
  3. 50 গ্রামচিংড়ি মাছ
  4. 1 কাপমটরডাল
  5. 1 ইঞ্চিআদা
  6. 1 টিটমেটো
  7. 3-4 টিকাঁচালঙ্কা
  8. 1 চা চামচলঙ্কাগুঁড়ো
  9. 1 চা চামচহলুদ গুঁড়ো
  10. 1 চা চামচজিরে গুঁড়ো
  11. 1 চা চামচধনে গুঁড়ো
  12. 1/4 চা চামচপাঁচফোড়ন
  13. 1 চা চামচচিনি
  14. স্বাদমতোনুন
  15. পরিমাণ মত তেল
  16. 1 চা চামচভাজামশলা (ধনে-জিরে-তেজপাতা-শুকনোলঙ্কা-গোটাগরমমশলা)
  17. প্রয়োজন অনুযায়ীফোঁড়নের জন্য : তেজপাতা, শুকনোলঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পেঁপে, আলু চৌকো করে কেটে রাখতে হবে। মটরডাল সিদ্ধ করে নিতে হবে। কড়াইতে সঃতেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিয়ে আলু, পেঁপে নুন-হলুদ মাখিয়ে ভেজে নিয়ে প্রেসারকুকারে একটা সিটি দিয়ে নিতে হবে।

  2. 2

    কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়িমাছ গুলো ভেজে তুলে রেখে ঐ তেলেই তেজপাতা শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে আদাবাটা, জিরে-ধনে-হলুদ-লঙ্কাগুঁড়ো, নুন, টমেটো পেস্ট দিয়ে কষিয়ে
    সিদ্ধ করা পেঁপে-আলু ও পরিমাণ মতো জল, চেরা কাঁচালঙ্কা দিয়ে ফুটতে দিতে হবে ।

  3. 3

    এবার সিদ্ধ করে রাখা মটরডাল ভালো করে মিশিয়ে দিতে হবে। ভেজে রাখা চিংড়ি মাছ, চিনি দিতে হবে।

  4. 4

    ঝোল কিছুটা ঘন হয়ে এলে ভাজা মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে । দশ মিনিট পর ঢাকা খুলে পরিবেশন করতে হবে । ভাত, রুটি সবার সাথেই ভালো লাগবে । আর যাঁরা পেঁপে খেতে পছন্দ করেন না...তাঁরাও চেটেপুটে খেয়ে নেবেন। 😋😋

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

Similar Recipes