পেঁপের ঘন্ট (peper ghanto recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

নিরামিষ ভাবে তৈরি এই পেঁপের ঘন্ট ভাতের সাথে ও রুটির সাথে খুবই ভালো লাগে।

পেঁপের ঘন্ট (peper ghanto recipe in Bengali)

নিরামিষ ভাবে তৈরি এই পেঁপের ঘন্ট ভাতের সাথে ও রুটির সাথে খুবই ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪জন
  1. ১টা বড় পেঁপে
  2. ২টো মাঝারি আলু টুকরো করে কাটা
  3. ২ চা চামচ আদা বাটা
  4. ১.৫ চা চামচ জিরা গুঁড়ো
  5. ১ চা চামচ লঙ্কাগুঁড়ো
  6. ১.৫ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  8. ৪-৫টা কাঁচা লঙ্কা চেরা
  9. ১ চা চামচ ঘি
  10. ১টা তেজপাতা
  11. ১/২ চা চামচ গোটা জিরে
  12. ১ টা গোটা শুকনো লঙ্কা
  13. ২+২+২ এলাচ লবঙ্গ দারচিনি
  14. স্বাদ মতলবণ
  15. পরিমাণ মতসর্ষের তেল
  16. ১ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    পেঁপে গ্রেড করে অল্প লবণ জলে ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর করাই তে গোটা জিরে,শুকনো লঙ্কা তেজপাতা ও গরম মসলা দিয়ে ১ মিনিট নেড়ে চেড়ে টুকরো করে কেটে রাখা আলু ও কাঁচা লঙ্কা দিয়ে ৩-৪ মিনিট একটু লালচে করে ভেজে নিয়ে ওর মধ্যে আদা বাটা,জিরেগুঁড়ো,হলুদ গুঁড়ো,লঙ্কাগুঁড়ো ও আন্দাজমতো লবণ দিয়ে ৫-৬ মিনিট কষাতে হবে।

  3. 3

    কষানো হয়ে গেলে ভাপিয়ে রাখা পেঁপে ওর মধ্যে মিশিয়ে আরো ৩-৪ মিনিট কষিয়ে আন্দাজমতো জল ও চিনি দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ৮-১০ মিনিট_ মিডিয়াম আচে।

  4. 4

    এবার জল যখন শুকিয়ে আসবে ও তরকারিটা ভালোমতো সেদ্ধ হয়ে যাবে _তখন গরম মশলা গুঁড়ো ও ঘি ভালো করে মিশিয়ে শুকনো করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পেঁপের ঘন্ট

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes