রাঙা আলুর রসবড়া(ranga alur rosbora recipe in bengali)

Anamika Chakraborty
Anamika Chakraborty @Anamika
আলিপুরদুয়ার

#GA4
#week11
পুরোনো ঐতিহ্যবাহী এই রেসিপি। যা এখনো ঘরে ঘরে তৈরি করা হয়। কিছুটা নতুনত্বের সাথে এই রেসিপি এখনো অনেকেরই খুব পছন্দের।

রাঙা আলুর রসবড়া(ranga alur rosbora recipe in bengali)

#GA4
#week11
পুরোনো ঐতিহ্যবাহী এই রেসিপি। যা এখনো ঘরে ঘরে তৈরি করা হয়। কিছুটা নতুনত্বের সাথে এই রেসিপি এখনো অনেকেরই খুব পছন্দের।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. 500 গ্রামরাঙা আলু
  2. 2টেবিল চামচ ময়দা
  3. 1টেবিল চামচ গুঁড়ো দুধ
  4. 250 গ্রামগুড়
  5. 1 টিছোটো নারকেল কোরা
  6. 2 টিছোটো এলাচ গুঁড়ো
  7. 150 গ্রামচিনি
  8. পরিমাণ মতোভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে নারকেল কোরা ও চিনি, এলাচ গুড়ো দিয়ে নারকেল পুর তৈরি করে নিতে হবে।

  2. 2

    এবার রাঙা আলুগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  3. 3

    এবার ওই মাখাআলুতে ময়দা ও গুড়ো দুধ মিশিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে ।

  4. 4

    এবার ওই আলুর ডো থেকে গোল গোল করে বল করে মাঝখানে বাটির মতো করে নারকেল পুর ভরে আবার বল করে নিতে হবে।

  5. 5

    এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়ে বলগুলো হালকা বাদামি করে ভেজে তুলে নিতে হবে।

  6. 6

    আরেকটি পাত্রে গুড়ের সিরাপ তৈরি করে রাখতে হবে।

  7. 7

    এবার ভেজে রাখা বল গুলো গুড়ের সিরাপে ভিজিয়ে রাখতে হবে। তৈরি রাঙা আলুর রসবড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

Similar Recipes