টমেটো রসুন ভর্তা (Tomato Rosun Bharta recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#GA4
#Week24
এই সপ্তাহের ধাঁধা থেকে বেছে নিয়েছি রসুন। আজ বানালাম টমেটো রসুন ভর্তা। বাঙালির হেঁশেল এ এই ভর্তা টি অত্যন্ত জনপ্রিয়। গরম সাদা ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে। তোমরাও করে দেখো খুব ভালো লাগবে। এই ভর্তা টি র উপকরন মাঝারি আঁচে রোস্ট করা হয়।

টমেটো রসুন ভর্তা (Tomato Rosun Bharta recipe in Bengali)

#GA4
#Week24
এই সপ্তাহের ধাঁধা থেকে বেছে নিয়েছি রসুন। আজ বানালাম টমেটো রসুন ভর্তা। বাঙালির হেঁশেল এ এই ভর্তা টি অত্যন্ত জনপ্রিয়। গরম সাদা ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে। তোমরাও করে দেখো খুব ভালো লাগবে। এই ভর্তা টি র উপকরন মাঝারি আঁচে রোস্ট করা হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
১০ জন
  1. ২০০গ্রামরসুন (মোটা কোয়া)
  2. ২টিমাঝারি টমেটো
  3. ৪/৫ টিশুকনো লঙ্কা বা নিজের
  4. ১চা চামচকালো জিরে
  5. ১ ১/২ টেবিল চামচসরষের তেল
  6. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    গ্যাস জ্বেলে একটি ফ্রাইং প্যানে রসুন বাদামী রং করে ভাজতে হবে।

  2. 2

    টমেটো তে সরষে তেল লাগিয়ে সেঁকে নিতে হবে এক এক করে।

  3. 3

    প্যানে অল্প একটু সরষে তেল গরম করে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে ৩০ সেকেন্ড পর গ্যাস বন্ধ করে দিতে হবে।

  4. 4

    রসুনের খোসা ছাড়িয়ে নিতে হবে। রসুন ভাজার পর নরম হয়ে যায়। হাতে করে রসুন মেখে নিতে হবে।

  5. 5

    শুকনো লঙ্কা ভাজা, কালো জিরে ও নুন মেখে নিতে হবে। লঙ্কা বোঁটা সমেত ভাজলে বেশী ক্রিসপি হয়। টমেটোর ওপরের স্কিন টা বের করে দিতে হবে।

  6. 6

    রোস্ট করে খোসা ছাড়িয়ে মাখা রসুন, টম্যাটো সেঁকে নেওয়া, কালো জিরে, নুন o লঙ্কা ভাজা মাখা ও ১ টেবিল চামচ সরষে তেল দিয়ে সুন্দর করে মেখে নিলেই তৈরি হয়ে গেল টমেটো রসুনের ভর্তা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes