লাল রসগোল্লা (lal Rasogolla Recipe in bengali)

Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra

#ফেব্রুয়ারি৫
#রসগোল্লা
লাল রসগোল্লা বা ক্যারামেল রসগোল্লা সাধারণ রসগোল্লার থেকে একটু ভিন্ন স্বাদের, তাই এই একটু ভিন্ন স্বাদের লাল রসগোল্লা বানালাম।

লাল রসগোল্লা (lal Rasogolla Recipe in bengali)

#ফেব্রুয়ারি৫
#রসগোল্লা
লাল রসগোল্লা বা ক্যারামেল রসগোল্লা সাধারণ রসগোল্লার থেকে একটু ভিন্ন স্বাদের, তাই এই একটু ভিন্ন স্বাদের লাল রসগোল্লা বানালাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30-40 মিনিট
3-4 জন
  1. ১.৫ লিটার ফুল ক্রিম দুধের ছানা
  2. ১কাপ চিনি
  3. ৪.৫ কাপ জল
  4. ক্যারামেলের জন্য লাগবে:-
  5. ১/২ কাপ চিনি
  6. ১ চা চামচ জল (না দিলেও হয়)

রান্নার নির্দেশ সমূহ

30-40 মিনিট
  1. 1

    প্রথমে ছানাটা পাতলা কাপড়ে বেঁধে জল ঝড়িয়ে নিতে হবে।৩০ মিনিট মত ঝুলিয়ে রাখতে হবে।

    এবার ঐ ছানা ভাল করে হাত দিয়ে মেখে নিতে হবে।
    কোন ফাটল যেন ছানাতে না থাকে।

    এই মাখা ছানা থেকে গোল গোল করে বল বানিয়ে নিতে হবে।

  2. 2

    ক্যারামেলের জন্য চিনি ও জল গরম করে(৬-৮মিনিট)
    চিনির রঙ লাল হলে,ওতে ১/২ কাপ জল দিয়ে ভাল করে মিশিয়ে ক্যারামেল বানিয়ে নিতে হবে।

    এই ক্যারামেলের মধ্যেই চিনি ও জল দিয়ে ভাল করে ফুটলে,
    বানিয়ে রাখা ছানার বল গুলো একে একে ছেড়ে দিয়ে,ঢাকা দিয়ে,বেশী আঁচে ১০ মিনিট ফুটতে দিতে হবে।

  3. 3

    এরপর রসগোল্লা ফুলে উঠলে,আঁচ কমিয়ে আরো ১০মিনিট রাখতে হবে।
    এরপর ২-৩ ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে।
    তারপর পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra
Ranna korte bhalo lage,natun ranna shikte ichha kore.My YouTube channelhttps://youtube.com/channel/UCZu1MBiyFIOuxczJY13gUUQ
আরও পড়ুন

Similar Recipes