চিংড়ি ও সজনে ডাঁটার চচ্চড়ি (chigri o sajne datar chorchori recipe in Bengali)

Sanghamitra Mandal Banerjee
Sanghamitra Mandal Banerjee @sangha2020

চিংড়ি ও সজনে ডাঁটার চচ্চড়ি (chigri o sajne datar chorchori recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১-১.১৫ ঘন্টা
৫-৬ জনের জন্য
  1. ২ টি আলু
  2. ১টি ছোট বেগুন
  3. ১টি ছোট ফুলকপি
  4. ১৫০ গ্রাম কুমড়ো
  5. ২০০ গ্রাম চিংড়ি মাছ
  6. ৫-৬ টি সজনে ডাঁটা
  7. স্বাদ মতনুন,চিনি,শুকনো লঙ্কা গুঁড়ো
  8. ১/২ চা চামচ হলুদগুঁড়ো
  9. ৩টেবিল চামচ পোস্ত ও সর্ষে পাউডার
  10. ২ চা চামচ আদা বাটা
  11. ২চা চামচ ঘি
  12. ৪-৫ টি কাঁচালঙ্কা
  13. ২চা চামচ পাঁচফোড়ন ও ২টি শুকনোলঙ্কা
  14. ৫ টেবিল চামচ সর্ষের তেল
  15. পরিমাণ অনুযায়ীজল

রান্নার নির্দেশ সমূহ

১-১.১৫ ঘন্টা
  1. 1

    আলু,বেগুন,কুমড়ো ফুলকপি টুকরো করে কেটে রাখতে হবে।

  2. 2

    চিংড়ি মাছ পরিষ্কার করে নিতে হবে এবং সজনেডাঁটাগুলো টুকরো করে কেটে রাখতে হবে।

  3. 3

    পোস্ত ও সরষে পাউডার অল্প জলে ভিজিয়ে রাখতে হবে।

  4. 4

    কড়াইতে ৪-৫ চামচ সরষেতেল গরম করে একে একে কেটে রাখা সব্জীগুলো ভেজে নিতে হবে।

  5. 5

    এরপর কড়াইতে বাকী সরষেতেল ও ১ চামচ ঘি দিয়ে পাঁচফোড়ন ও শুকনোলঙ্কা দিতে হবে ফোড়নের জন্য। এরপর আদাবাটা ও ভেজানো পোস্ত- সরষে দিয়ে ভালো করে কষাতে হবে।এতে এক এক করে নুন, হলুদ, চিনি,ও লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে মেশাতে হবে।

  6. 6

    এতে চিংড়িগুলো দিতে হবে এবং অল্প কষিয়ে নিতে হবে।

  7. 7

    এতে সব ভাজা সব্জিগুলো,কাঁচালঙ্কাগুলো ও কেটে রাখা সজনেডাঁটা গুলো দিয়ে ভালো করে মশলার সাথে মেশাতে হবে।

  8. 8

    এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিতে হবে ও ঢীমে আঁচে রান্নাটা করতে হবে।

  9. 9

    সব্জি গুলো সেদ্ধ হলে ও জল অল্প শুকিয়ে গেলে বাকী ঘি দিয়ে ভালো করে মিশিয়ে ২-৩ মিনিট ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণ। গ্যাস বন্ধ করে ঢাকা অবস্থায় রাখতে হবে কিছুক্ষণ। বানানো হয়ে গেলো চিংড়ি - সজনেডাঁটার চচ্চড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanghamitra Mandal Banerjee

Similar Recipes