দালিয়ার পোলাও (daliyar polao recipe in Bengali)

Ranjita Shee
Ranjita Shee @cook_26432694
সন্তোষপুর , কলকাতা

#শিবরাত্রির

দালিয়ার পোলাও (daliyar polao recipe in Bengali)

#শিবরাত্রির

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ১৫০ গ্ৰাম দলিয়া
  2. ১ টি গাজর
  3. ১ বাটি ফুলকপি টুকরো করা
  4. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ২ টেবিল চামচ সাদা তেল
  6. ২টি তেজপাতা
  7. ১ টি দারচিনি
  8. ৪ টেবিল চামচ ঘি
  9. ৪ টি এলাচ
  10. ৫-৬ টালবঙ্গ
  11. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  12. ২ টেবিল চামচ কিসমিস
  13. ২ টেবিল চামচ কাজু টুকরো করা
  14. স্বাদমতোলবণ
  15. পরিমাণ মতো জল
  16. স্বাদমতোচিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    দলিয়া ঘি দিয়ে ভেজে তেজপাতা এলাচ লবণ হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে হবে।

  2. 2

    গাজর ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে লবণ দিয়ে সাদা তেলে ভেজে রাখতে হবে।

  3. 3

    কড়াইয়ে ঘি নিয়ে তাতে তেজপাতা,গোটা গরম মসলা ফোড়ন দিতে হবে।

  4. 4

    তারপর ফোড়নে সেদ্ধ করা দলিয়া সবজি লবণ,চিনি দিয়ে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর তাতে কিসমিস,কাজু দিয়ে আর ও একবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। শেষে গরম মসলার গুঁড়ো ও ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    তৈরি ডালিয়ার পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ranjita Shee
Ranjita Shee @cook_26432694
সন্তোষপুর , কলকাতা
আমি রান্না করতে ভালোবাসি । নতুন নতুন রান্না শিখতে ভালো লাগে । লোককে খাওয়াতে ও নিজে খেতে খুব ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes