ব্রেড পকোড়া (Bread Pakora recipe in Bengali)

Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

#GA4
#WEE26
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি ব্রেড বেছে নিয়েছি। ব্রেড পকোড়া খুবই পরিচিত ও মুখরোচক একটি রেসিপি। সাধারণত ব্রেড পকোরায় তেল বেশি ব‍্যবহৃত হয় আমি এটিতে সামান্য তেল ব‍্যবহার করেছি।

ব্রেড পকোড়া (Bread Pakora recipe in Bengali)

#GA4
#WEE26
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি ব্রেড বেছে নিয়েছি। ব্রেড পকোড়া খুবই পরিচিত ও মুখরোচক একটি রেসিপি। সাধারণত ব্রেড পকোরায় তেল বেশি ব‍্যবহৃত হয় আমি এটিতে সামান্য তেল ব‍্যবহার করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জন
  1. ১ টা বড় সেদ্ধ আলু
  2. ১ টা পেঁয়াজ (কুচি করা)
  3. ২ টোকাঁচালঙ্কা (ফাইন কুচি করা)
  4. ১.৫ চা চামচলঙ্কা গুঁড়ো
  5. ২টেবিল চামচটমেটো
  6. স্বাদমতোলবণ
  7. ১/৪চা চামচগোলমরিচ গুঁড়ো
  8. ১/২ চা চামচগরমমশলা গুঁড়ো
  9. ৩টেবিল চামচবেসন
  10. ৬স্লাইসব্রেড
  11. ২ টেবিল চামচ মেয়োনিজ
  12. প্রয়োজন অনুযায়ীসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    আলু ম‍্যাশ করে ওর মধ‍্যে ১/২চা চামচ লঙ্কাগুঁড়ো, ১টেবিলচামচ স‍্যস, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, লবণ, ১/২চা চামচ মেয়োনিজ দিয়ে মেখে স্টাফিং বানাতে হবে।

  2. 2

    একটা বাটিতে বেসন, লবণ, ১/২চা চামচ লঙ্কাগুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরমমশলা গুঁড়ো, অল্প জল দিয়ে গুলে একটা ব‍্যাটার বানাতে হবে।

  3. 3

    ব্রেডেগুলোর একপিঠে টমেটোস‍্যস মাখিয়ে আলুর স্টাফিং দিয়ে উপরে আরেকটা ব্রেড স‍্যান্ড‌উইচের মতো দিয়ে চেপে দিতে হবে।

  4. 4

    প‍্যানে অল্প সাদাতেল গরম করে ১চা চামচ গরম তেল বেসনের গোলায় দিয়ে মিশিয়ে একটা স‍্যান্ড‌উইচ ব‍্যাটারে ডুবিয়ে দুপিঠ ভালো করে ভেজে নিতে হবে। বাকিগুলো এভাবে ভাজতে হবে।

  5. 5

    ছুরি দিয়ে তিনকোনা করে কেটে ল‌ঙ্কাগুঁড়ো দিয়ে মেশানো মেয়ো ডিপ দিয়ে সার্ভ করতে হবে ব্রেড পকোড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

Similar Recipes