মোচার মুচমুচে পকোড়া (mochar muchmuche pakora recipe in Bengali)

Ria Ghosh
Ria Ghosh @cook_26727071

#GA4
#week03
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি পকোড়া।আর আমি বানিয়েছি মোচার মুচমুচে পকোড়া।

মোচার মুচমুচে পকোড়া (mochar muchmuche pakora recipe in Bengali)

#GA4
#week03
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি পকোড়া।আর আমি বানিয়েছি মোচার মুচমুচে পকোড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
তিন থেকে চার জনের জন্য
  1. 1 টিমোচা ছাড়িয়ে ছোট ছোট করে কুচোনো এক বাটি মাঝারি সাইজের
  2. 1 চা চামচআদা রসুন বাটা
  3. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  4. 4টেকাঁচা লঙ্কা কুচি
  5. 1 টা পেঁয়াজ
  6. স্বাদ মতলবণ
  7. 2 টেবিল চামচকর্ণ ফ্লাওয়ার
  8. 2 চা চামচঅ্যারারুট
  9. 1.5 চা চামচবেসন
  10. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  11. 1 কাপসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    প্রথমে মোচাটা ছোট ছোট করে কুচিয়ে জলে ভিজিয়ে রেখে দিতে হবে সারারাত।তারপর পেসার কুকারে দুটো সিটি দিয়ে নিতে হবে। সেদ্ধ মোচাটা জল ঝরিয়ে নিতে হবে। এবার ভালো করে চটকে জল ঝরিয়ে নিতে হবে চেপে চেপে।

  2. 2

    এবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ।সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে চেপে চেপে।এবার মোচাটা দিতে হবে।

  3. 3

    এবার কনফ্লাওয়ার, এরারুট দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কোনো জল ব্যবহার করা যাবে না।

  4. 4

    কড়াইয়ে তেল গরম করে ছোট ছোট পকোড়া আকারে তেলে ছাড়তে হবে। মাঝারি আঁচে ভেজে নিতে হবে।তাহলেই তৈরি হয়ে যাবে গরম গরম মুচমুচে মোচার পকোড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ria Ghosh
Ria Ghosh @cook_26727071

Similar Recipes