ব্রেড চপ(bread chop recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

ব্রেডের নানারকম রেসিপি আমরা বানিয়ে থাকি । ব্রেড চপ টা আমার হাসব্যেন্ড এর খুব পছন্দ তাই আজ আমি ব্রেড চপ তৈরি করেছি।

ব্রেড চপ(bread chop recipe in bengali)

ব্রেডের নানারকম রেসিপি আমরা বানিয়ে থাকি । ব্রেড চপ টা আমার হাসব্যেন্ড এর খুব পছন্দ তাই আজ আমি ব্রেড চপ তৈরি করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪ টা মাঝারি আলু সেদ্ধ করা
  2. ১০-১২ টুকরো ছোট ব্রেড / পাউরুটি
  3. ১/২ চা চামচ ধনে পাউডার
  4. ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  5. ২-৩ টা কাঁচা লঙ্কা কুচি
  6. ১ টা পেঁয়াজ এর বেরেস্তা
  7. ১/৪ চা চামচ আদা কুচি
  8. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  10. ৩ টেবিল চামচ বেসন
  11. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি
  12. স্বাদ মতনুন
  13. প্রয়োজন অনুযায়ীতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা বাউলে সেদ্ধ করা আলু,আদা কুচি,লংকা কুচি,গোলমরিচ গুড়ো,হলুদ,ধনে,গরম মশলা,ধনেপাতা কুচি ও নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর ২ চা চামচ করে নিয়ে একটা ব্রেড এর উপর দিয়ে আরেকটা ব্রেড দিয়ে উপরে চাপা দিতে হবে।

  2. 2

    তারপর আলাদা একটা পাত্রে বেসন,গোলমরিচ ও নুন দিয়ে মিশিয়ে তারপর জল দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নিতে হবে।

  3. 3

    তারপর একটা করে ব্রেড বেসনে ডুবিয়ে গরম তেলে ছাড়তে হবে আর লাল করে দু পাশ উলটে পালটে ভেজে নিতে হবে। সব গুলো একি ভাবে তৈরি করে নিতে হবে।

  4. 4

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে সসের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes