উওপম (Uttapam recipe in Bengali)

Shampa Chatterjee
Shampa Chatterjee @cook_20970189

উওপম (Uttapam recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
২জন
  1. ১০০ গ্রাম সুজি
  2. ১কাপ টকদ্ই
  3. ১টা ছোট টমেটো কুচি
  4. ১ চা চামচ হলুদ ক্যাপ্সিকাম
  5. ১ চা চামচ লাল ক্যাপ্সিকাম
  6. ১ চা চামচ সবুজ ক্যাপ্সিকাম
  7. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  8. স্বাদমতোলবণ
  9. পরিমাণ মতসাদা তেল
  10. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    একটি পাত্রে সুজি, টকদ্ই, নুন পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যটার তৈরী করে নিতে হবে। ব্যটারটি ১৫ মিনিট ঢেকে রাখতে হবে।

  2. 2

    সমস্ত সবজি ছোট করে কেটে নিতে হবে। একটি পাত্রে সবজিগুলোর মধ্যে নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    ফ্রাই প্যানে তেল ব্রাশ করে ব্যটারটি দিয়ে তারমধ্যে সবজি দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ২মিনিট।এরপর উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নিলেইরেডিহয়ে যাবে সুজি উওপম।

  4. 4

    একটি প্লেটে সাজিয়ে টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shampa Chatterjee
Shampa Chatterjee @cook_20970189

Similar Recipes