ইলিশ বিরিয়ানি(illish biryani recipe in Bengali)

Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

#foodism2020
বিরিয়ানির নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুব কমই আছে। কিন্তু ইলিশের সঙ্গে পেঁয়াজ, সন্দেহে ছিলাম কেমন লাগবে।বানিয়ে ফেললাম একদিন।তারপর থেকেই ইলিশ এলে শুধু বিরিয়ানি করার কথাই মনে পড়ে । এখন অপেক্ষায় আছি বর্ষাকালের। আপনারাও ট্রাই করুন। আশা করি আমার মতনই ভালো লাগবে।

ইলিশ বিরিয়ানি(illish biryani recipe in Bengali)

#foodism2020
বিরিয়ানির নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুব কমই আছে। কিন্তু ইলিশের সঙ্গে পেঁয়াজ, সন্দেহে ছিলাম কেমন লাগবে।বানিয়ে ফেললাম একদিন।তারপর থেকেই ইলিশ এলে শুধু বিরিয়ানি করার কথাই মনে পড়ে । এখন অপেক্ষায় আছি বর্ষাকালের। আপনারাও ট্রাই করুন। আশা করি আমার মতনই ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সবমিলিয়ে দেড়
৩ থেকে ৪ জন।
  1. বিরিয়ানির ভাতের জন্য
  2. ১/৪ কাপ বাসমতী চাল
  3. পরিমাণ মত একটি পরিষ্কার কাপড়ের টুকরো তে একখন্ড দারচিনি, দুটো এলাচ, চারটে লবঙ্গ, বড় এলাচ
  4. স্বাদ মতভাতের জল টা বেশ লবণ লাগবে, সেই পরিমাণ লবণ সঙ্গে চালের তুলনায় জল বেশ বেশি দিতে হবে।
  5. ২ চা চামচকেওড়া জল
  6. ২ চা চামচগোলাপ জল
  7. বিরিয়ানি মশলার উপকরণ
  8. ৭টা এলাচ
  9. ৮টা লবঙ্গ
  10. ১/২ চা চামচ সাজিরে
  11. ১/২ চা চামচ সামরিচ
  12. ২ টুকরো দারচিনি
  13. ১/২ জয়িত্রী ফুল
  14. ১/২ যায় ফল
  15. ১/২ চা চামচ মৌরি
  16. ইলিশ মাছের  গ্রেভির জন্য
  17. ৬-৭ টুকরো ইলিশ মাছ
  18. ৫০ গ্রান টক দই
  19. প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ বাটা যাতে ইলিশের গন্ধ বজায় থাকে
  20. ১/২ চা চামচ আদা বাটা
  21. স্বাদ মত লাল মরিচ গুঁড়ো
  22. স্বাদ মত লবণ
  23. ১ চা চামচ চিনি
  24. ১ টেবিল চামচ বিরিয়ানি মসলা
  25. ৪ টে কাঁচালঙ্কা
  26. ২ ফোঁটামিঠা আতর ২ ফোটা
  27. ১কাপকাপ
  28. ১/২ চা চামচ জাফরান
  29. ২৫ গ্রামখোয়া ক্ষীর
  30. ২৫ গ্রামআলুবোখরা
  31. ২ টো মাঝারি পেঁয়াজ
  32. ৫-৬ টুকরোআলু
  33. পরিমাণ মতফুড কালার
  34. প্রয়োজন মতঘি, বাটার

রান্নার নির্দেশ সমূহ

সবমিলিয়ে দেড়
  1. 1

    বিরিয়ানি মসলার উপকরণ গুলি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে।

  2. 2

    কড়াইতে রিফাইন তেল দিয়ে তাতে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে।

  3. 3

    চাল ভালো করে ধুয়ে নিতে হবে। একটি হাড়িতে বেশি পরিমাণ জল দিয়ে, তাতে বেশ পরিমাণমতো লবণ দিয়ে, পরিষ্কার কাপড়ের টুকরা মসলাগুলো বেঁধে দিয়ে দিতে হবে। জল ভালো করে ফুটলে চাল দিতে হবে।চাল মোটামুটি ৮০% সিদ্ধ হলে নামিয়ে ফেলতে হবে।

  4. 4

    আলু গুলি ফুড কালার মাখিয়ে, অল্প লবণ মাখিয়ে, রিফাইন তেলে ভেজে নিতে হবে।

  5. 5

    মাছ গুলি হলুদ, লবণ মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে. এরপর কড়াইতে তেল দিয়ে,মাছগুলি হালকা ভেজে তুলে নিতে হবে। ওই তেলে পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে।এর সঙ্গেই একটা বাটিতে টক দই, লবণ চিনি,লঙ্কাগুঁড়ো, বিরিয়ানি মসলা সব মিশিয়ে একটা পেস্ট করে কড়াইতে দিয়ে নাড়তে হবে।
    অল্প পরিমাণমতো জল দিয়ে,জল ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ।একটু সময় পরে কাঁচালঙ্কা ছড়িয়ে দিলেই মাছ রেডি।

  6. 6

    একটি কাপে হালকা গরম দুধ নিয়ে,তারমধ্যে জাফরান,ফুড কালার, মিঠা আতর মিশিয়ে রাখতে হবে

  7. 7

    চাল সিদ্ধ হওয়ার সময় এক কাপ জল তুলে রাখতে হবে। ওই জলে কেওড়া জল গোলাপ জল মেশাতে হবে।

  8. 8

    যে-পাত্রে বিরিয়ানির দমে বসাতে হবে, সেই পাত্রের গায়ে ভালো করে ঘি ও বাটার এর মিশ্রন মাখিয়ে নিতে হবে।পাত্রের বেস্ট টা পুরো তেজপাতার বিছিয়ে দিতে হবে । (যেকোনো বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমি এটা করি, নিচে পুড়ে যাওয়ার ভয়ে যার থাকে না 🙂)।এবার একদম নিচে একটা ভাতের লেয়ার করে, তার উপর মাছগুলি, আলু সাজিয়ে দিতে হবে, গ্রেভি ও একটু আলুবোখরা দিতে হবে। গ্রেট করা খোয়া ক্ষীর, বেরেস্তা ছড়িয়ে দিতে হবে। এরপর গোলাপজল ও কেওড়া জলের মিশ্রণ একটু ছড়িয়ে দিতে হবে।লেয়ার তৈরি হয়ে গেলে দুধের মিশ্রন দিতে হবে।

  9. 9

    প্রথমে মিডিয়াম আছে 10 মিনিট, তারপর আরেকটু কম আচে 10 মিনিট রাখলে তৈরি ইলিশ বিরিয়ানি। ঢাকনা খুলতে হবে আরও কুড়ি মিনিট পর।এবার বিরিয়ানি সার্ভ এর জন্য রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

Similar Recipes