ডালগোনা লস্যি (Dalgona Lassi recipe in Bengali)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#দোলের

দোল হল বসন্তকালের উৎসব। এই সময় থেকেই বাতাসে গরমের দাবদাহের আভাস পাওয়া যায়। তাই এইদিন বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় বানানো ও পরিবেশন করা হয়। তাই এই দোলযাত্রা উপলক্ষ্যে আমি বানিয়েছি ডালগোনা লস্যি।

ডালগোনা লস্যি (Dalgona Lassi recipe in Bengali)

#দোলের

দোল হল বসন্তকালের উৎসব। এই সময় থেকেই বাতাসে গরমের দাবদাহের আভাস পাওয়া যায়। তাই এইদিন বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় বানানো ও পরিবেশন করা হয়। তাই এই দোলযাত্রা উপলক্ষ্যে আমি বানিয়েছি ডালগোনা লস্যি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10 মিনিট
2 জন
  1. 1 গ্লাসটকদই
  2. 1/2 গ্লাসঠান্ডা জল
  3. 1 কাপচিনি
  4. স্বাদ মতো বীটনুন
  5. টেবিল চামচ 1কফি পাউডার
  6. 1টেবিল চামচ জল
  7. 2টেবিল চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

10 মিনিট
  1. 1

    একটা বাটিতে ডালগোনা বানানোর জন্য কফি পাউডার, চিনি ও জল নিয়ে ভালো করে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে কফির রং পরিবর্তন হয়ে পুরো মিশ্রণটা ক্রিমি হয়ে গেলে ফ্রীজে রেখে দিতে হবে।

  2. 2

    মিক্সি জারে লস্যির জন্য টকদই, চিনি, বীটনুন ও জল একসাথে ভালো করে ঘুরিয়ে নিতে হবে।

  3. 3

    এখন গ্লাসের নীচে কিছুটা ডালগোনা মিশ্রণ দিয়ে উপরে লস্যি ঢেলে দিতে হবে। ইচ্ছে হলে বরফের টুকরোও দেওয়া যেতে পারে।

  4. 4

    সবশেষে উপরে অল্প কফি পাউডার ছড়িয়ে পরিবেশন করতে হবে ঠান্ডা ঠান্ডা ডালগোনা লস্যি। কফির গন্ধ ও লস্যির স্বাদ, এই দুইয়ের মেলবন্ধনে তৈরি ডালগোনা লস্যি খেতে অসাধারণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

Similar Recipes