কাঁচা আমের টিক্কা (Kancha Aamer Tikka recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#ম্যাঙ্গোম্যানিয়া
গরমে কাঁচা আমের তৈরী যে কোন পদই বেশ লোভনীয় , ও স্বাস্থ্যকর ।ভিটামিন C তে ভরপুর কাঁচা আম রোদের প্রদাহ থেকে শরীরকে রক্ষা করে | তাই এখানে আমি ম্যাঙ্গো ম্যানিয়া রেসিপি হিসাবে কাঁচা আমের টিক্কা বানিয়েছি | আমবাঁটা , আলু সেদ্ধ , চাটমশলা ,জুয়ান , নুন চিনি , বেসন, আদা, কাঁচালংকা বাঁটা , লংকা গুড়া একসাথে মিশিয়ে টিক্কার আকারে গড়ে সাদা তেলে ভেজেছি । ইচ্ছা করলে ছাঁকা তেলে না ভেজে এটি চাটুতে অল্প তেল ছড়িয়েও ফ্রাই করে নেওয়া যায় |রেসিপিটি চটজলদি হয়ে যায় , আর খেতেও বেশ মুখরোচক |

কাঁচা আমের টিক্কা (Kancha Aamer Tikka recipe in Bengali)

#ম্যাঙ্গোম্যানিয়া
গরমে কাঁচা আমের তৈরী যে কোন পদই বেশ লোভনীয় , ও স্বাস্থ্যকর ।ভিটামিন C তে ভরপুর কাঁচা আম রোদের প্রদাহ থেকে শরীরকে রক্ষা করে | তাই এখানে আমি ম্যাঙ্গো ম্যানিয়া রেসিপি হিসাবে কাঁচা আমের টিক্কা বানিয়েছি | আমবাঁটা , আলু সেদ্ধ , চাটমশলা ,জুয়ান , নুন চিনি , বেসন, আদা, কাঁচালংকা বাঁটা , লংকা গুড়া একসাথে মিশিয়ে টিক্কার আকারে গড়ে সাদা তেলে ভেজেছি । ইচ্ছা করলে ছাঁকা তেলে না ভেজে এটি চাটুতে অল্প তেল ছড়িয়েও ফ্রাই করে নেওয়া যায় |রেসিপিটি চটজলদি হয়ে যায় , আর খেতেও বেশ মুখরোচক |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২জন
  1. ১টি কাঁচা আম বাঁটা
  2. ১টি সেদ্ধ গ্রেট করা আলু
  3. ৩ চা চামচ বেসন
  4. ১ চা চামচ জোয়ান
  5. ১ চা চামচ আদালংকা বাঁটা
  6. ১ চা চামচ চাটমশলা
  7. ১/২ চা চামচ চিনি
  8. ১ চা চামচ জিরা ভাজা গুঁড়ো
  9. ১ চা চামচ লংকা গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. পরিমান মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে আম খোসা ছাড়িয়ে টুকরা করে মিক্সি তে বেঁটে নিতে হবে!

  2. 2

    আলু সেদ্ধ করে, গ্রেট করে নিতে হবে |

  3. 3

    বাঁটা আম,সেদ্ধ আলু, বেসন নুন,চাটমশলা, লংকা আদা বাঁটা,চিনি,ভাজা মশলা, জুয়ান ও ১ চা গরম সাদা তেল ভালমত মেখে ১০ মিনিট ঢেকে রাখতে হবে |

  4. 4

    এবার মাখা আমের মন্ড থেকে টিক্কার আকারে গড়ে প্যানে সাদা তেল দিয়ে বাদামী করে ভেজে তুলে নিতে হবে |

  5. 5

    এবার পরিবেশনের পালা |কাঁচা আমের টুকরা ও আমের চাটনী দিয়ে ঐ আমের টিক্কা গুলি আমি পরিবেশন করেছি | গরম ভাত বা রুটির সাথে অথবা বিকালে মুড়ির সাথেও এই কাঁচা আমের টিক্কা খেতে ভালো লাগবে ৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes