কাঁচা আমের কচুরি(kancha aamer kochuri recipe in Bengali)

Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

#ম্যাঙ্গো ম্যানিয়া
কাঁচা আমের কচুরি একটু টক - মিষ্টি ও মুচমুচে স্বাদের হয়। এটি একেবারে ভিন্ন স্বাদের একটি স্ন্যাক। আমি এটি আলু কুমড়ো পটলের ছক্কা আর সুজির হালুয়া ও গুড়ের সরবত এর সঙ্গে পরিবেশন করেছি। এটি শুধু ঝাল ঝাল সস দিয়ে খেতেও দারুন লাগে।

কাঁচা আমের কচুরি(kancha aamer kochuri recipe in Bengali)

#ম্যাঙ্গো ম্যানিয়া
কাঁচা আমের কচুরি একটু টক - মিষ্টি ও মুচমুচে স্বাদের হয়। এটি একেবারে ভিন্ন স্বাদের একটি স্ন্যাক। আমি এটি আলু কুমড়ো পটলের ছক্কা আর সুজির হালুয়া ও গুড়ের সরবত এর সঙ্গে পরিবেশন করেছি। এটি শুধু ঝাল ঝাল সস দিয়ে খেতেও দারুন লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. পুর বানাতে লাগবে:-
  2. ১/২ কাপ কাঁচা আম কুচি
  3. ২ টেবিল চামচ বেসন
  4. ১/৪ চা চামচ গোটা জিরা
  5. ১/৪ চা চামচ গোটা মৌরি
  6. ১/২ চা চামচ হিং
  7. ১/২ চা চামচ চিলি ফ্লেক্স/শুকনো লঙ্কার গুঁড়ো
  8. ১ চা চামচ কাঁচালঙ্কা কুচি
  9. ১ চা চামচ আদা বাটা
  10. ১/২ চা চামচ নুন
  11. ১/৪ চা চামচ চিনি
  12. ১ টেবিল চামচ ধনে গুঁড়ো
  13. ২ টেবিল চামচ সরষের তেল
  14. কচুরির মন্ড বানাতে লাগবে:-
  15. ১/২ কাপ আটা
  16. ১/২ কাপ ময়দা
  17. ১ টেবিল চামচ সুজি
  18. স্বাদ মত নুন
  19. ২-৩ টেবিল চামচ ঘি
  20. পরিমাণ মত জল
  21. ভাজার জন্য লাগবে:-
  22. ১. ৫ কাপ রিফাইন্ড অয়েল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    কড়াইতে সরষের তেল দিতে হবে এবং এতে গোটা মৌরি ও গোটা জিরা ফোরণ দিতে হবে।

  2. 2

    এবার আম কুচি দিয়ে কিছুক্ষন ভাজার পর বেসন দিতে হবে।

  3. 3

    এরপর বাকি সমস্ত মশলা একে একে মেশাতে হবে।

  4. 4

    পুর টা মাখোমাখো হলে নামাতে হবে।

  5. 5

    এবার একটি পাত্রে নুন, ময়দা, আটা, সুজি ও ঘী একত্রে ভালো করে মেশাতে হবে।

  6. 6

    ঝুরঝুরে হলে জল দিয়ে মেখে আধা ঘন্টা ঢেকে রাখতে হবে।

  7. 7

    মন্ড থেকে অল্প লেচি নিয়ে তার মধ্যে গর্ত করে পুর ভরে দিয়ে বল বানাতে হবে।

  8. 8

    বলগুলি চ্যাপ্টাকারে বেলে নিতে হবে।

  9. 9

    ডুবো তেলে বাদামী করে ভেজে নিতে হবে।

  10. 10

    গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

Similar Recipes