আম সন্দেশ (aam sandesh recipe in bengali)

Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

আম সন্দেশ (aam sandesh recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/২ কেজিজল ঝরানো ছানা
  2. ১/২ কেজিমিষ্টি আমের ক্বাথ
  3. ২০০গ্রাম চিনি (কম করেও দেওয়া যায়)
  4. ১ চিমটিহলুদ খাওয়ার রং
  5. ১ চিমটিআমের গন্ধ বাড়ানোর জন্য ম্যাঙ্গো এসেন্স ব্যাবহার করা যায়
  6. ১০০গ্রামমিল্ক পাউডার
  7. পরিমাণ মতআলমন্ড টুকরো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ছানা টাকে প্রথমে ভালো করে মোথে নিতে হবে যেনো কোনো গুঠলি না থাকে

  2. 2

    একটা ননস্টিকফ্রাইপ্যান এ ছানা টা দিয়ে কিছুক্ষণ পাক দিতে হবে ।এরপর চিনি আম আর রং দিয়ে কিছুক্ষণ আরো পাক দিতে হবে । একটু শুকিয়ে আসলে এসেন্স আমন্ড টুকরো মেশাতে হবে ।এরপর আঁচ বন্ধ করে মিল্ক পাউডার ভালো করে মিশিয়ে দিতে হবে।

  3. 3

    এবার একটা প্লেটে হালকা করে সাদা তেল (ঘী লাগলে আমের গন্ধ কমে যাবে)ব্রাশ করে সন্দেশ গুলো ইচ্ছে মতন আকারে বানিয়ে রাখতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

Top Search in

Similar Recipes